16 Jun 2016

মৌসুমী


মৌসুমী
*****
আকাশ যেন খুব রেগে আছে
মুখ নিকষ কাল, কপালে বিশাল ভ্রুকুটি
চোখ দিয়ে ঘন ঘন বজ্রের আগুন ছুটছে।
--
শান্ত মেঘ বালিকারা স্নিগ্ধ বারি ধারা ছড়িয়ে
ভূমি কে শীতল করার চেষ্টায় রত
বনলতা তাদের ডাকছে দুহাত বাড়িয়ে।
--
নদীরা নতুন জলে সেজে চলেছে সাগরের পানে
সূর্য্য আজ ডুব দিয়েছে সময়ের অনেক আগে
মন্ডুক বাহিনী তাল ঠুকছে ঝিল্লির গানে।
--
বাতাস ছুটছে মৌসুমীর গন্ধ মেখে 
দিক দিগন্তে অভয় বার্তা দিতে
পুলক জাগে বৃষ্টি ভেজা চোখে। 
 ------------------------------------------------------------------------------------------------------------------------------








12 Jun 2016

প্রতীক্ষা

প্রতীক্ষা 
******
আকাশের চোখ আজ শুকিয়ে গেছে
ভূমির শব দেহ পড়ে আছে পায়ের কাছে,
ক্ষত বিক্ষত জীবন ধুঁকছে আর ধুঁকছে
যুগ যুগ ধরে আলো দিন গুণছে আর গুণছে,
কবে বইবে বাউল বাতাস শনশন, ঝুপঝাপ 
মেঘ মুক্ত ঝরাবে ছনছন, টুপটাপ
নদীরা  হাসবে ঝিকমিক, চিকমিক
পাখীদের কাকলী কিচমিচ, কিচমিচ, 
পাতায় পাতায় বোল রিমঝিম, রিনঝিন
তামাম দুনিয়া দেখবে এক নতুন সোনালী দিন।
---------------------------------------------------------------------------------------------------------------------------------