4 Sept 2018

গিরগিটী যাপন

গিরগিটী যাপন
************

গিরগিটীর মত বারেবারে রঙ বদলাও !
বদলে বদলে রঙ এখন ফ্যাকাশে,
আয়নার নিজের চেহারা দেখে চমকে ওঠো কি কখনও!
--
শিরদাঁড়া টা গলে সরীসৃপ !
আত্মসম্মান বোধটা ছিল কি কোনদিন !
যেমন সাজায় তেমনি সাজো, যেমন বাজায় তেমনি বাজো !
--
আছে হৃদয়ের অস্তিত্ব !
শরীরে রক্ত জমাট বরফ !
এ দুর্দিনে এখনও নীরব, নিশ্চুপ !
--
পিছনে লেলিহান অগ্নিশিখা,
পিচ্ছিল অতল এক গহ্বভর,
পথের শেষে শুধুই নরকের সুখ।
--
আজ একবারের জন্য অন্তত ঘৃণায় ফেরাও মুখ,
জ্বলে ওঠো নিজের স্বাধীন চেতনা আর স্বতন্ত্র স্বত্বার তাগিদে।    
--------------------------------------------------------------------------------------------------------------------------