7 Oct 2018

বিল্টু

বিল্টু
*****

বিল্টু বিল্টু ডাকে মায়ে
বিল্টু গেছে চাঁদের নায়ে,
মাটি যেথায় মেঘে মেশে
তারাদের ঐ দেশে দেশে,
অনন্ত অসীম আকাশ ঘুরে
সে কি আর ফিরবে ঘরে !
--
বিল্টু যে আজ সবার মনে
মায়ের চোখ পথের পানে,
জন্মদিনের জামা পরে
ছেলে কবে ডেকে তাঁরে,
কাঁদিস কেন বোকা মেয়ে
গিয়েছিলাম চাঁদের নায়ে।
--
এমন দেশ আছে কোথায়
বারুদ নাহি ফাটে যেথায়,
শুধুই মানুষ বসত করে
অপার শান্তি বিরাজ করে,
ফুলের মত শিশুর দল
করছে সদাই কলকল।
--
ক্ষমতালিপ্সু যন্ত্রদানবে
সেথা কভু ঠাঁই না পাবে,
দখল নিতে ভোটের বাজার
মানুষ কেন মরে বার বার !
মারণ খেলা চলবে না আর
হিংস্রতা আর পাবে না পার।
---------------------------------------------------------------------------------------------------------------------------