14 Nov 2018

সবুজের মাঝে

সবুজের মাঝে
***************

বিশাল দুর্গম এই প্রাচীন জঙ্গলের মাঝে
আদিম সব গাছগাছালির গভীরে
বহু যুগের পুরান বিশাল বটবৃক্ষের নীচে
এক অনন্য জীবন।
কোলাহল হীন, অখন্ড, অনাবিল শান্তি,
এই দুর্লভ আশ্রয়ের স্বাদ পেতে 
আবেগভেজা হরিৎক্ষেত্র  হাতছানি দেয়
'এস, এস, এস', নির্দ্বিধায় চলে এস বুকের মাঝে।

--
এখানে শুধু ভূমিপুত্রকন্যাদের বাস
সহজ, সরল, মানুষ এরা
জানে না ছলাকলা
কঠোর পরিশ্রমই সম্বল
কঠিন এদের যাপন,
কোন লোভ বা উচ্চাশার ক্রীতদাস নয় 
মনে নেই কোন হিংসাবিদ্বেষ
বন্ধুত্বের হাত সকলের জন্য। 
--
এখানে উন্মুক্ত প্রকৃতি দুহাত বাড়িয়ে
পথভ্রষ্ট, বিপর্যস্ত, বিধস্ত পথিক কে
নিজের কোলে টেনে নেয়,
মাথার পরে উন্মুক্ত, অসীম, অনন্ত আকাশ
কনকনে ঝোড়ো বাতাসে ভাসে পাখ -পাখালীর মিষ্টি কূজন
বজ্রঘন নিকষ কালো মেঘ খেলার সাথী
দুর্বার বৃষ্টিধারার ফোঁটায় ও থাকে সহমর্মিতার স্পর্শ  
শক্ত মাটিতে ঘাসের বিছানা ঘুমপাড়ানী গান গায়।
--
জীবন এখানে কঠিন কঠোর
ভূমিমাতা দেয় দুটি মোটাচালের ভাত
কায়িক শ্রমের বিনিময়ে,
হে ক্লান্ত, জীবনযুদ্ধে ক্ষত বিক্ষত পথিক
যদি চাও এক নির্মল প্রশান্তি মাখা যাপন,
এই স্নিগ্দ্ধ সবুজের কোলে চলে এস
যেখানে পাবে সকল বেদনার প্রলেপ
সকল দুঃখের সান্তনা আর মনে নির্মল আনন্দ।
--------------------------------------------------B--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
* প্রেরণা, Under the Greenwood Tree, (কিন্ত Shakespeare এর pun etc নেই, প্রেক্ষিত ও অনেকটা ভিন্ন।)
--------------/-----------/----------------/-----------/-----------------/