12 Dec 2018

শৈশব

শিশু দিবস
********
শিশুদের জন্য কত কিছু আছে -- শিশু দিবস, শিশুমেলা, শিশু বছর এমন কি শিশু উদ্যান, শিশু হাসপাতাল। কিন্তু শৈশব আছে কি?




9 Apr 2017


শৈশব

শৈশব
*****

গাছে গাছে আম,জাম, পেয়ারা, তেঁতুল
 শৈশব কি আজ ভুলেছে গাছে চড়তে !
সাড়া দেয় দিগন্ত ছোঁয়া সবুজ মাঠের হাতছানিতে !
প্রাণ কি চায় প্রজাপতির সাথে মিতালী করতে !
ভালোবাসে এপার ওপার সাঁতার কাটতে,
নদী, পুকুর, অথবা দীঘির টলটলে জলে !
--
শিউলী ফুলের গন্ধ কি পায় বাতাসে !
পৃথিবী আলো করে সূর্য ওঠে কেমনে !
ভোরের শিশির কি মাখে পায়ে !
অসীম শুন্যে আর কেউ তারা গোনে !
দেখে কি চারিদিক রাঙিয়ে
  সূর্য কেমন লুকিয়ে পড়ে দিনের শেষে !
 --
শৈশব কি পূর্নিমায় চাঁদের মা বুড়িকে খোঁজে!
আঁধার রাতের বুকচিরে বিদ্যুৎ যায় চমক দিয়ে,
মনে কি আর শিহরণ জাগায় !
ওদের পুরো আকাশটাই যে নিয়েছি ছিনিয়ে ;
শুধু নিয়ন বাতির ঝলক চোখ ধাঁধায়
ঝাঁ চকচক শপিংমল আর হাইরাইজে।
--
বৃষ্টি ভেজার মজা কি আর কেউ লোটে!
কাগজের নৌকা ভাসাতে,
বুকজল চায় কি আর ভাঙতে !
গেম খেলতে মোবাইল দিয়েছি হাতে ;
শুধুই বারুদের চাষ করেছি জমিতে !
জীবন থেকে প্রকৃতিকে দিয়েছি ছেঁটে।
--
শৈশব কে নিয়েছি কেড়ে
অভ্যস্থ করেছি যান্ত্রিক জীবনে,
তুষ্ট নেই আর 'পাগলা দাশু' তে !
ব্যস্ত টিভিতে ঘরোয়া কোন্দলের অভিনয়ে,
শিশুরা শিখছে সস্তা হাততালি কুড়াতে !
কলের পুতুলে যাচ্ছে দেশ ভরে।
 --
প্রভাত ফেরি আজ নয় আবির হাতে
কাবাডি, খোখো, ফুটবল যাক চুলোতে!
গদা, ত্রিশূল, বর্শা, তলোয়ার হাতে,  
সামিল করেছি মিছিলে নানা অজুহাতে !
দারুন কৌশলী দাবার চালের গুটিতে,
শৈশবেই মানুষ শিখে যাবে মানুষ মারতে।
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

24 Jun 2017


'তারে জমিন পর '

'তারে জমিন পর '
*************

আকাশের তারারা আজ নেমে এসেছে
মাটির এই পৃথিবীতে
হাটে মাঠে, রাস্তায়  ফুটপাতে, কলে কারখানায়,
এমনকি আস্তাকুঁড় জুড়ে !
কাঠি কাঠি পায়ে দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে
ঘাম ঝরছে বিস্তর, তার মাঝেই মিশছে বিন্দু বিন্দু রক্ত !
কচি কচি হাতগুলি সদাই ব্যস্ত কাজে
মাটি কাঁটা,পাথর ভাঙা, ইঁট মোট বওয়া,
আগাছা নিড়ানো, গরুছাগল চড়ান, দেশলাইকাঠিতে বারুদ লাগান,
নয়তো বা বাসন মাজা, জঞ্জাল সাফ করা, ছোট ভাইবোন সামলানো,
আরও কত কিছু বলে শেষ করা যাবে না !
অপুষ্ঠ শরীর, শুকনো মুখ, অবোধ  চোখ
কখন কখন ছেলেমানুষী করে ফেলে
পেটে খাবার  ঠিকঠাক না জুটলেও
কপালে শাস্তির বরাদ্দ টা ঠিক থাকে !
ওরা শিশু বটে, শিশুর আদর জোটে না ।
ওরা শ্রমিক বটে শ্রমিকের অধিকার  জোটে না।
--
আর কিছু আছে যাদের খাওয়াপরা জোটে সহজেই
শিক্ষার অচলায়তনের বোঝা তো ওদের কাঁধে !
সেই ভারে মেরুদন্ড যাচ্ছে বেঁকে
ছেলেমানুষি করার ইচ্ছা জাগে বটে সুযোগ কোথায়,
কঠিন নিয়মের শেকলে বাঁধা যে ওদের মন !
তাছাড়া কিছু আবার অতিপুষ্টি আর আতিশয্যের আধিক্যে
কিছু হচ্ছে বিকৃতির শিকার, ভবিষ্যত বিপদের সম্ভবনা !
--
আরও আছে একদল যারা একেবারে অপাঙতেয়,
সমাজের সহৃদয়তার কল্যাণে তারা 'স্পেশাল চাইল্ড'
তাইতো সাধারণের গন্ডির বাইরে দিয়েছি বার করে !
আগে 'বিশেষের'  চক্রব্যূহ তো ভেদ করুক
তারপর নাহয় ভেবে দেখা যাবে
সাধারণ শিশুদের সাথে মিশ খাবে কিনা !
--
শিশুরা আজ সত্যি বড় বিপন্ন
চেতনা আসার আগেই
হারিয়ে না যায় শৈশব !
"খোঁ না  যায় এ তারে জমিন পর "....

---------------------------------------------------------------------------------------------------------------------

27 Dec 2013


বইমেলা



বইমেলা
*******
আসছো  তুমি  বইয়ের  মেলায়
কিনছো  কত বই,
সুযোগ  পেলেই  হাঁক  পাড়ছো
এই  ছোড়া চা  কই ?


ভাড়ে  ভাড়ে  চা  দিয়ে  যাই
তোমার  মেটে তেষ্টা,
আমার  জানার  তৃষা মেটার
তোমার নেই  তো  চেষ্টা।

নতুন  বইয়ের  গন্ধ  আসে 
হওয়ায়  ভেসে ভেসে,
নানা  রঙের  মলাটগুলি
 ডাকছে  আমায়  হেসে।


ঝোলায়  ভরে  বই  নিয়ে  যায়
তোমার  ছেলে মেয়ে,
আমার  কেন  কাটবে  বেলা
থালা-বাসন   ধুয়ে !


আমার ও যে  ইচ্ছে করে
তোমার সাথে  যেতে,
ঠাকুমার  ঝুলি  থেকে
মানিক খুঁজে  নিতে।


সব  ভুলে  তাই  মন   যেতে  চায়
স্বপনপুরীর  দেশে ,
হটাত্   আসে  কাজের  তাড়া
জ্যান্ত   বাঘের  বেশে।


এক  কোপে  তার মুণ্ডুখানা
দিই  না  কেন  উড়িয়ে
বাঁধলে  কোমর   সবাই  মিলে
যায়  কি  রাখা  ঠেকিয়ে ?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------