31 Jan 2019

মুক্ত নুড়ির মালা

মুক্ত নুড়ির মালা
*************
জীবনে চলার পথে কুড়ানো কত নুড়ি
মহাকালের ঝুলিতে ভরা সযতনে,
নুড়ি পাথরের মুক্তমালা গাঁথার চেষ্টা অবিরাম
আছে কত আতর গন্ধ স্মৃতি
কত জ্যোৎস্না মাখা ভালবাসা
টুকরো টুকরো ঝিনুক ঢাকা কথা,
সুবিশাল ক্যানভাস
জলছাপ ছবি ভাসা ভাসা। 
--
জ্বলজ্বলে মুখগুলি যেন এক আকাশ তারা,
হাঁটাচলায় মাদলের দ্রিমি দ্রিমি
কণ্ঠ কখন বাঁশির সুর, 
কখন বা মেঘমন্দ্র আওয়াজ
উঁচু পাহাড়ের কোল থেকে ঝাঁপিয়ে পড়া দিন।
মাথার ওপর জ্বলন্ত অঙ্গার, 
বা নিকষ নিবীড় অন্ধকার
বয়েছে অগণিত রক্তনদী।
--
কাঁটার মুকুট কপালে
ঝোড়ো সময়ের দৌড়, 
থামলেই থেমে যাওয়া,
তাইতো দ্রুতবেগে সবল পায়ে এগিয়ে যাওয়া 
আকাশের দিকে বাড়ান বজ্রমুষ্টি 
লাল সূর্য্যটাকে যে ধরতেই হবে।
---------------------------------------------------------------------------------------------------------------------------

17 Jan 2019

কবিতা

কবিতা 
********
জীবন সংগ্রামের আর এক নাম কবিতা
আদি থেকে অন্তের পরতে পরতে কাব্য,
বিবর্তনের অন্তঃস্থলে রয়েছে এক অপরূপ ছন্দ
বিন্দু থেকে বিশ্বব্রম্ভান্ডে রূপান্তরও সুগভীর এক লয়
ছত্রাক থেকে প্রানের সূচনায়ও লুকিয়ে আদিম কাব্য,
সৃষ্টি আর ধ্বংস চলে তালে তাল মিলিয়ে
সময়ের দু হাতে বাজতে থাকে দুন্দুভী
মহাকালের বাঁশীতে বয়ে চলে পরিবর্তনের ধারা
যুগে যুগে রচিত হয় এক একটি  মহাকাব্য,
ভরকেন্দ্রের হৃৎপিন্ড খুঁড়ে এগিয়ে যায় সে কাব্য, 
যুগিয়ে যায় বেঁচে থাকার অক্সিজেন
মৃত্যু কে বরণ করে নিতে দেয় প্রেরণা
কবিতা তার শব্দ, গন্ধ, স্পর্শ, বর্ন নিয়ে 
গতির সাথে তাল, লয়, ছন্দ মিলিয়ে 
যখন হয়ে ওঠে অর্থবহ, দেখায় নতুন স্বপ্ন,
তখনই সে হয় মহান, কালোর্ত্তীর্ন,
অনুভবের অনুরণনে বিলীন,  
অগ্রগতির পাথেয়, এক অনন্য কৃষ্টি।