24 Feb 2020

শিখা

শিখা
******
প্রদীপের শিখার মত অমলিন জীবন ছিল তোমার। এমন সহজ, সরল, সহৃদয় মন এখন দুর্লভ। এত বড় হৃদয় ছিল তোমার যে কত জনকে প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছ। এমন কি স্বামী পুত্রের অজান্তে তাঁদেরই একান্ত আপনজনদের নিজের অতি কষ্টে জমান অর্থ দিয়ে সাহায্য করতে। সারা জীবন নিঃশব্দে শারীরিক আর মানসিক যন্ত্রনার ভার বহন করে গিয়েছ কি করে? অথচ কি ভীষন কোমল আর নরম স্বভাবের মানুষ ছিলে তুমি।
---
আর তোমার এই গুণগুলি আমাকে তোমার প্রতি আকর্ষণ করেছিল, এক নিঃস্বার্থ বন্ধুত্বের বাঁধনে আমাদের দুজনকে বেঁধেছিল।স্কুল, কলেজের বন্ধুত্বের চাইতে অনেক দৃঢ় ছিল আমাদের বন্ধুত্ব।
বাচ্চাদের নিয়ে বইমেলায় বা সুভাষমেলায় যাওয়া। দুজনে একসাথে বেড়াতে যাওয়া, বাজার ঘাটে যাওয়া, সব ছবির মত চোখের সামনে ভাসছে।তুমি নেই এ কথাটা এখনো বিশ্বাস করতে পারছিনা।
---
কেউ অন্যায় ব্যবহার করলে কোন প্রতিবাদ করতে পড়তে না, নীরবে চোখের জল ফেলতে। তারজন্য কত বকেছি তোমায়, ভাবতে আজ বুকটা ফেটে যাচ্ছে। আমাদের দুজনের কষ্টের মলম ছিল দুজনের সাহচর্য। আবার হাসি, আনন্দের সাথীও ছিলাম দুজনে দুজনের। তুমি ছিলে আমার জীবনে এক দুর্লভ প্রাপ্তি। একথা আমি কিছুতেই ভুলতে পারিনা,  আমার প্রতি তোমার নিঃশর্ত বিশ্বাস, ভালবাসা আর নির্ভরতা। এটা তোমার একান্তই নিজস্ব গুন যা আমাকে অবাক করে দিত। নিজের কাছে নিজেই কুন্ঠিত থাকতাম।
---
একুশে ফেব্রুয়ারির ভাষাদিবস। এই পুণ্যদিনে অসীম অনন্তের পানে তুমি পা বাড়ালে আমাকে একলা করে দিয়ে। কিন্তু তোমার এই চলে যাওয়াকে আমি এখনও কিছুতেই মেনে নিতে পারছিনা, সত্যি কথা বলতে, তোমাকে আগের মত খুব বকতে ইচ্ছে করছে। আমার মনে তুমি চিরকাল বেঁচে থাকবে শিখা। এই পৃথিবীর ই জলে, স্থলে বাতাসে তুমি মিশে আছো।তোমার আলোয় আমাকে পথ দেখিও বন্ধু আমার।
---------------

11 Feb 2020

সন্তরণ

সন্তরণ
********
অথৈ জলরাশি ফুঁসে ফুঁসে উঠেছে
সুবিশাল ঢেউ, ঢেউ এর পর ঢেউ
প্রবল কলোরোলে আছড়ে পড়ছে তটভূমে 
সব কিছুকে আকর্ষন করে ফিরে চলে অনন্তের পানে। 
জোয়ার ভাটা, আকর্ষণ বিকর্ষণ, কূলে অকূলে
নিরন্তর খেলা আর খেলা, ভাঙা আর গড়া। 
--
থৈ থৈ জল, মানুষ  হাতপা ছুঁড়ে চলেছে 
উদয়ের পথে এগিয়ে যাবার বাসনায়
কখনো জোয়ারের বিপুল টানে ভেসে যাওয়া অনেক দূর
পর মুহূর্তে ভাটার টানে তার চেয়েও বেশী পিছিয়ে আসা 
তবু দুরন্ত প্রচেষ্টা দিগন্তের নীলে সাঁতার কাটার 
কত যে সাধ নীল আকাশে মুক্ত বিহঙ্গের মত পাখা মেলা।
--
অন্তরের গোলাপী ইচ্ছেরা সবুজ প্রজাপতির মত পাখনা মেলে 
আজীবনের গোপন স্বপ্নগুলি বরফসাদা খরগোশের মত চকিতে সামনে এসে দাঁড়ায়,
মৌচাক মনে সুপ্ত পুরাতন আখরগুলি বৈরাগী আলোর চিত্রপটে ভেসে ওঠে
ঘুম ভাঙানি বেলাভূমির আকুল করা আহবান গানের মত মর্মে প্রবেশ করে
মায়াময় প্রবাল দ্বীপ, রাতের সাগরে ডুব দিয়ে ওঠে মুঠো ভরা জোৎস্না 
ঝড়ের ভ্রূকুটি কে উপেক্ষা করে শুধু এগিয়ে চলা খসে পড়া তারাদের ধরতে। 
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------