20 Feb 2016

একুশ

একুশ
****
একুশ স্থলে, একুশ জলে
একুশ আমার বক্ষস্থলে,
মায়ের হাসি, বাবার হাসি
একুশ আমার বারোমাসি।
--
মেয়ের কান্না, ছেলের কান্না
একুশ আমার সবুজ পান্না,
আমার খেলা, তোমার খেলা
একুশ আমার মেয়েবেলা।
 --
মেঘের ভেলা নদীর জলে
একুশ হাসে আকাশ তলে,
বাতাস বয় মৃদু মন্দে
একুশ আসে তারই ছন্দে।
--
মাটির বুকে দিনদুপুরে
একুশ আছে তার শিকড়ে,
ফসল ফলে গ্রামের শেষে
একুশ নাচে তারই শিষে।
--
একুশেরই রক্তে লাল
কৃষ্ণচূড়া পলাশ শিমূল,
ফাগুন গন্ধে একুশে আগুন
আলোর টানে নতুন ফাগুন। 
-----------------------------------------------------------------------------------------------------------------------------


















   

3 Feb 2016

অনুভব

অনুভব
*****

কাকভোরে কল্লোলীনি কলকাতায়,
কোকিলের কূহুতান, কোয়েলের কলরব কোথায় !
কাকেদের কর্কশ কা কা, কাঠঠোকরার কিট কিট , 
কুমারীদের কাজল কাল কোকঁড়া কেশের কারুকাজ,
কচিকাঁচাদের কাকলি, কৈশোরের কলতান কোথায় !
--
বেলা বাড়ে, বাজারে ব্যস্ত বাবুরা
বাড়িতে বউঝিদের বাদানুবাদ,
বাটি বাসনের বোঝা, বাউটি বালার ব্যঞ্জনা,
বাসযাত্রীদের ব্যস্ততা, বদ্ধ বাস্তবতা
বেদনার বাঁশী বাজায় বাউল বাতাস।
--
সন্ধ্যা সেজেছে স্বর্ণসিঁদুরে, 
সুপ্ত সূর্য্য সুদূর সরোবরে,
স্নান সমাপনে সিক্ত সাঁঝলি, 
সাথীর সাদর স্বপ্নে সম্মোহিত,
সমুদ্র সফেনে সূর্য্য সমর্পিত।
-------------------------------------------------------------------------------------------------------------------------------