একুশ
****
একুশ স্থলে, একুশ জলে
একুশ আমার বক্ষস্থলে,
মায়ের হাসি, বাবার হাসি
একুশ আমার বারোমাসি।
--
মেয়ের কান্না, ছেলের কান্না
একুশ আমার সবুজ পান্না,
আমার খেলা, তোমার খেলা
একুশ আমার মেয়েবেলা।
--
মেঘের ভেলা নদীর জলে
একুশ হাসে আকাশ তলে,
বাতাস বয় মৃদু মন্দে
একুশ আসে তারই ছন্দে।
--
মাটির বুকে দিনদুপুরে
একুশ আছে তার শিকড়ে,
ফসল ফলে গ্রামের শেষে
একুশ নাচে তারই শিষে।
--
একুশেরই রক্তে লাল
কৃষ্ণচূড়া পলাশ শিমূল,
ফাগুন গন্ধে একুশে আগুন
আলোর টানে নতুন ফাগুন।
-----------------------------------------------------------------------------------------------------------------------------
****
একুশ স্থলে, একুশ জলে
একুশ আমার বক্ষস্থলে,
মায়ের হাসি, বাবার হাসি
একুশ আমার বারোমাসি।
--
মেয়ের কান্না, ছেলের কান্না
একুশ আমার সবুজ পান্না,
আমার খেলা, তোমার খেলা
একুশ আমার মেয়েবেলা।
--
মেঘের ভেলা নদীর জলে
একুশ হাসে আকাশ তলে,
বাতাস বয় মৃদু মন্দে
একুশ আসে তারই ছন্দে।
--
মাটির বুকে দিনদুপুরে
একুশ আছে তার শিকড়ে,
ফসল ফলে গ্রামের শেষে
একুশ নাচে তারই শিষে।
--
একুশেরই রক্তে লাল
কৃষ্ণচূড়া পলাশ শিমূল,
ফাগুন গন্ধে একুশে আগুন
আলোর টানে নতুন ফাগুন।
-----------------------------------------------------------------------------------------------------------------------------