ভাবনা
******
নীল আকাশে সাদা মেঘের সারি
অলস কল্পনায় ভাসি
অসীমের পানে ছুটে যেতে
অবিরত দেয় হাতছানি।
--
এ ধরণীতে সহস্র কোটি প্রাণ
তারই মাঝে বাজে জীবনের গান
শক্ত মাটিতে পা রাখার
সুতীব্র সুগভীর আহবান।
--
অনন্ত আকাশে মুক্ত মেঘমালা
অন্ধকারে আশার প্রদীপ জ্বালা।
কঠিন কঠোর জীবন
বয়ে আনে জ্ঞানের ঊর্ম্মিমালা।
--
অবিরাম জীবনকে জানা
তারই গর্ভে জন্ম নেয়
হাজার ভাবনা
ভাবনা - নতুন ভাবনা
***************
******
নীল আকাশে সাদা মেঘের সারি
অলস কল্পনায় ভাসি
অসীমের পানে ছুটে যেতে
অবিরত দেয় হাতছানি।
--
এ ধরণীতে সহস্র কোটি প্রাণ
তারই মাঝে বাজে জীবনের গান
শক্ত মাটিতে পা রাখার
সুতীব্র সুগভীর আহবান।
--
অনন্ত আকাশে মুক্ত মেঘমালা
অন্ধকারে আশার প্রদীপ জ্বালা।
কঠিন কঠোর জীবন
বয়ে আনে জ্ঞানের ঊর্ম্মিমালা।
--
অবিরাম জীবনকে জানা
তারই গর্ভে জন্ম নেয়
হাজার ভাবনা
ভাবনা - নতুন ভাবনা
***************