12 Oct 2017

রোমন্থন

রোমন্থন
*****

বাতাসে  হিমেল পরশ
অলস দুপুর গড়িয়ে চলে 
মগ ডালে কাকেদের কা কা,
পাতায় পাতায় হাওয়ার দোলন
দোলা লাগে ঘাসের ডগায়।
--
টুনটুনি, বুলবুলির ঝাঁক
গাছের ডালে দোল খেয়ে যায়,
ক্রমাগত  সাইকেল আরোহী
চলে যায় পিচ ঢালা পথ ধরে,
ঝরে যায়  শুকনো পাতা।
--
মন চলে যায় সুদূর অতীতে
সেই নির্মল শিশু বয়সে, 
বাগান ঘেৱা সার সার বাড়ী
ফুলে ফুলে মধু খায় প্রজাপতি,
কত তাদের রঙের বাহার
সকাল দুপুর তাদের সাথে
কি যে মিষ্টিমধুর খেলা।
--
ছোট পাহাড় ঘেরা শহর
একটি মাত্র পূজা।
সাত সকালে বাগানের
ফুল তোলা, দল বেঁধে  
মন্ডপে যাওয়া, চারিদিকে
শান্তিসম্প্রীতির অপূর্ব এক বাতাবরণ।
আজ অনুক্ষণ পুরাতন স্মৃতির জাবর কাটা ।
----------------------------------------------------------------------------------------------------------------------------