বিবেক
*****
বিবেক তুমি কোথায়, আজ কি হারিয়ে গেছ জীবন থেকে ! মানুষের মনের গহনে ছিল তোমার বাস। ঝর্ণার মত কুলকুল করে বইতে, জোৎস্না মেদুর ভালবাসা ছড়িয়ে দিতে কত শত মনকেমনের নদীর স্রোতে। ঋজু পাহাড়ের চূড়ায় চূড়ায় শ্বেতশুভ্র বরফে ছিল তোমার অস্তিত্ব । দিগন্ত জোড়া বনানীর মাঝে তুমি সবুজ হাসি হাসতে। এই মহাকাশ জোড়া স্বাধীনতা ছিল তোমারই অবদান। কত নতুন নতুন ইচ্ছে ভরা ঝোড়ো বাতাসে ভরিয়ে দিতে বাতাবরণ। ভোরের নরম আলো নবীন উদ্যমে ভরে দিত। উর্বরা ভূমিতে দিয়েছিলে নিশ্চিন্ত মমতামাখা আশ্রয়। বৃষ্টিঝরা উচ্ছলতা তেও ছিল নিরাপত্তার সুখ। রং বেরঙের প্রজাপতি আর পাখিদের করেছিলে মুক্তির দূত। ঋতুর বৈচিত্রে, ফুলের সৌরভে ঢেলে দিয়েছিলে অবাধ নির্মল ভালোবাসা। মহাসমুদ্রের গর্ভে গভীরতা আর তার উত্তাল তরঙ্গমালায় সাহস ছড়িয়েছিল তুমি বিবেক, তুমি। আজ কোথায় অস্তিত্ব, কেন বিলীন হয়ে যাচ্ছে তোমার উপস্থিতি!
--
অসংখ্য কাঁটাতারে ঘিরে ফেলেছে তোমার পৃথিবীকে, তোমার মানবজাতিকে অসংখ্য ভাগে বিভক্ত করে ফেলছে। বেড়েই চলেছে গোলা বারুদ আর অস্ত্রের সম্ভার। বাতাবরণ হয়ে উঠেছে বিষাক্ত ঘৃণা আর হিংসা ভরেছে মানুষের সেই মনে, যে সিংহাসনে ছিল বিবেক তোমার বসত। তোষামোদ স্থান নিয়েছে যোগ্যতার। সততা আর নিষ্ঠার বদলে লোভ চষে ফেলছে মানব জমিন। হিংস্রতার প্রতিযোগিতায় জীবন আজ দুর্বিষহ। ভালবাসা হারিয়ে যাচ্ছে, মানষিক শারীরিক স্থবিরতা জগৎ জুড়ে। আজ প্রতিটি দিন যেন ডুবে যায় গুমরান অন্ধকার এক সমুদ্রে।
--
কয়লার খনি থেকে পাওয়া যায় হীরে। ঝিনুকের মধ্যে জন্ম হয় মুক্ত। ঠিক তেমনি মানব হৃদয়ের অন্তরে, মস্তিকের অভ্যন্তরে বিবেকের বাস। বিবেক হল সততা, আর জীবন ও যাপনের ধ্রুব তারা। এই বিবেক কে বাদ দিয়ে সমস্ত বিদ্যাবুদ্ধি, শক্তিসামর্থ, স্বপ্নইচ্ছা, প্রচেষ্টাপ্রতিজ্ঞা সব ই মূল্যহীন। বিবেক অন্ধকারের আলো, প্রলয়ের কান্ডারী। তাই সমাজ থেকে বিবেকবোধ হারিয়ে যাওয়ার অর্থ পতনের পিচ্ছিল নরকের দ্বারে পা বাড়ান।
--
বিবেক তুমি জেগে ওঠ পৃথিবীর প্রতিটি কোনে, প্রতিটি মানুষের মনে। ভেঙে ফেল এই গারদখানা, স্তব্ধ কর এই পৈশাচিকতার উল্লাসকে, রুদ্ধ করে দাও এই ঘৃণিত গরল স্রোতধারা। প্রতিটি মানুষ শুধু কেন প্রতিটি প্রাণ এই ধরিত্রীর সন্তান। এখানে সকলের অধিকার সমান, আর সমান সকলের দায়িত্ববোধ। একমাত্র তুমিই পার এই পৃথিবীততে এক আকাশ জুড়ে অনন্য রামধনুর স্বপ্ন কে সফল করে তুলতে। সমাজে এই নিদারুণ একাকিত্বের হাহাকার মুছে যাক, মানবিক মেলবন্ধের কল্লোলে ভেসে যাক আমাদের এই পৃথিবী
-----------------------------------------------------------------------------------------------------------------------------