বইমেলা
*********
আসছো তুমি বইয়ের মেলায়
কিনছো কত বই,
সুযোগ পেলেই হাঁক পাড়ছো
এই ছোড়া চা কই ?
ভাড়ে ভাড়ে চা দিয়ে যাই
তোমার মেটে তেষ্টা,
আমার জানার তৃষা মেটার
তোমার নেই তো চেষ্টা।
নতুন বইয়ের গন্ধ আসে
হওয়ায় ভেসে ভেসে,
নানা রঙের মলাটগুলি
ডাকছে আমায় হেসে।
ঝোলায় ভরে বই নিয়ে যায়
তোমার ছেলে মেয়ে,
আমার কেন কাটবে বেলা
বাসন-থালা ধুয়ে !
আমার ও যে ইচ্ছে করে
তোমার সাথে যেতে,
ঠাকুমার ঝুলি থেকে
মানিক খুঁজে নিতে।
সব ভুলে তাই মন যেতে চায়
স্বপনপুরীর দেশে ,
হটাত্ আসে কাজের তাড়া
জ্যান্ত বাঘের বেশে।
এক কোপে তার মুণ্ডুখানা
দিই না কেন উড়িয়ে
বাঁধলে কোমর সবাই মিলে
যায় কি রাখা ঠেকিয়ে ?
-------------------------------------------------------------
written for CINI-ASHA in 1995
No comments:
Post a Comment