22 Apr 2016

আহবান


আহবান 
*******

গড্ডালিকা প্রবাহে
মন উচাটন।
পঙ্কিল জলে
ভাসছে জীবন।
--
চিল শকুনের আনাগোনা
ভাগাড়ে ভাগাড়ে,
জমাট বাঁধা আঁধারে হায়না,
সদ্যজাত আস্তাকুড়ে।
--
ক্যানভাসে ধূসর গন্ধ
বাতাসে বাতাসে হাহাকার,
দেউলিয়া জীবন আজ অন্ধ,
বাজার শুধুই বাজার।
--
আকাশ আধেক
সূর্য্য আনো ধরে,
বাকী আধেক
তারায় দাও ভরে।
--
রাঙা হয়ে উঠুক
দিক চক্রবাল,
জোত্স্না মাখুক
নদীর জল।
--
বৈশাখী মেঘ বৃষ্টি ঝরাক
আমের মুকুলে মুকুলে,
জীবনের কলরব ছড়াক
কালবৈশাখীর দূরন্ত হিল্লোলে। 
------------------------------------------------------------------------------------------------------------------------------





































No comments:

Post a Comment