23 May 2016

খরা



খরা
***
যন্ত্রনায় মুচড়ে উঠছে বসুন্ধরা
সময় যুঝছে অসহতার সাথে
নিবিড় কুয়াশা, ঘন অন্ধকার 
নদী ব্যস্ত পথের হদিস পেতে।
--
আকাশ ভেঙে নামুক বৃষ্টি
সমুদ্র হোক টাল মাটাল
তুমুল ঝড়ে কাটুক মলিনতা
জীবন হোক দৃপ্ত, উত্তাল। 
--------------------------------------------------------------------------------------------------------------------------------


 বৃষ্টি
***
কখন ইলশে গুড়ি 
কখন বা নিন্ম চাপ
অবশেষে এলো বৃষ্টি
শান্ত দহন তাপ। 
--
মাটিতে সোঁদা গন্ধ,
সবুজ হাসি হাসে কলমি লতা
ঝোপে ঝাড়ে ঝিল্লীর উচ্ছাস 
থোকা থোকা কদম ফুলের উচ্ছলতা।
--------------------------------------------------------------------------------------------------------------------------------








12 May 2016

গণতন্ত্রের উৎসব

গণতন্ত্রের উত্সব
************

ও কাকু ভোট মানে কি !
আমাকে লাঠি দিয়ে মারা !
তবে ভোট চাইনা।
আমাকে কেউ মারেনা
না ঠাম্মা, না বাবা, না মা।
তোমরাই প্রথম মেরেছো
আমি ভোট চাই না।
ভোট ভাল না, মোটে ভাল না।
 ---
মামা, মামা, মামা
আর সহ্য করতে পারছিনা।
আমি জানতাম না
ওটা পোস্টার,   
তোমাদের ভোটের ছবি।
ঘুড়ি কেনার পয়সা নেই ,
তাই ওটা ছিড়ে ঘুড়ি উড়িয়েছিলাম,
ওই নীল আকাশ টা যে আমাকে ডাকে।
ঘুড়িরা যায় ওর কাছে।
আমিও ওখানে একটা শুধু
ঘুড়ি পাঠাতে চেয়েছিলাম।  
দোহাই তোমাদের, আর মেরোনা।
---
আমি তো তোমাকে মেসো ডাকি,
তুমি আমাকে মারছো কেন !
আমি তো ভোট দিতে যায়নি,
ভোট কি জিনিষ ?
আমি তো  জানিনা,
দাদু জানে , দিদা জানে
বাবা মা ও জানে
তুমি আমাকে মারলে কেন !
 --
ও ছেলেরা , কি করছ ?
এটুকখানি মাথা গোজার চাল
ভাঙ্গছো কেন ! ভাঙ্গছো কেন !
আমাদের কি অপরাধ ?
বুড়ো মানুষটাকে এমন ভাবে মারছো কেন !
আমার তো শুধু আমাদের নিজেদের ভোট দিয়েছি
আমার কাপড় ধরে টানছো কেন !
আমাদের মধ্যেই  আছে তোমাদের  বাবা মা
এমন হেনস্তা কেন ! এত অপমান কেন !
বেশ করেছি নিজেদের ভোট দিয়েছি, আবার দেব
তোদের মা কে ই উলঙ্গ করলি! করলি কেন !
---------------------------------------------------------------------------------------------------------------------------------

অবোধ প্রশ্ন
*********

জেঠু গো, জেঠু,
দাদা টাকে মেরে ফেললে কেন !
দাদাটা যে বড্ড ভাল ছিল।
সে তো মোষ চুরি করেনি,
সেটা তো বাঁধা ছিল তোমারই  ঘরের পাশে ।
দাদাটা কে হাসপাতালে যেতে দিলেনা কেন !
মেরে ফেললে কেন !
------------------------------------------------------------------------------------------------------------------------------



















4 May 2016

আগমন


আগমন
******
মেঘেরা বাজায় ডমরু,
বাতাসে রুদ্রবীনার ঝঙ্কার,
আকাশে বিদ্যুত শিখার
প্রলয় নাচন, তৃষিত মাটিতে
স্বস্তির নিঃস্বাস, ঋতুর
প্রথম বৃষ্টির আশ্বাস,   
দুয়ারে হাজির কালবৈশাখী।
--------------------------------------------------------------------------------------------------------------------------------