গণতন্ত্রের উত্সব
************
ও কাকু ভোট মানে কি !
আমাকে লাঠি দিয়ে মারা !
তবে ভোট চাইনা।
আমাকে কেউ মারেনা
না ঠাম্মা, না বাবা, না মা।
তোমরাই প্রথম মেরেছো
আমি ভোট চাই না।
ভোট ভাল না, মোটে ভাল না।
---
মামা, মামা, মামা
আর সহ্য করতে পারছিনা।
আমি জানতাম না
ওটা পোস্টার,
তোমাদের ভোটের ছবি।
ঘুড়ি কেনার পয়সা নেই ,
তাই ওটা ছিড়ে ঘুড়ি উড়িয়েছিলাম,
ওই নীল আকাশ টা যে আমাকে ডাকে।
ঘুড়িরা যায় ওর কাছে।
আমিও ওখানে একটা শুধু
ঘুড়ি পাঠাতে চেয়েছিলাম।
দোহাই তোমাদের, আর মেরোনা।
---
আমি তো তোমাকে মেসো ডাকি,
তুমি আমাকে মারছো কেন !
আমি তো ভোট দিতে যায়নি,
ভোট কি জিনিষ ?
আমি তো জানিনা,
দাদু জানে , দিদা জানে
বাবা মা ও জানে
তুমি আমাকে মারলে কেন !
--
ও ছেলেরা , কি করছ ?
এটুকখানি মাথা গোজার চাল
ভাঙ্গছো কেন ! ভাঙ্গছো কেন !
আমাদের কি অপরাধ ?
বুড়ো মানুষটাকে এমন ভাবে মারছো কেন !
আমার তো শুধু আমাদের নিজেদের ভোট দিয়েছি
আমার কাপড় ধরে টানছো কেন !
আমাদের মধ্যেই আছে তোমাদের বাবা মা
এমন হেনস্তা কেন ! এত অপমান কেন !
বেশ করেছি নিজেদের ভোট দিয়েছি, আবার দেব
তোদের মা কে ই উলঙ্গ করলি! করলি কেন !
---------------------------------------------------------------------------------------------------------------------------------
অবোধ প্রশ্ন
*********
জেঠু গো, জেঠু,
দাদা টাকে মেরে ফেললে কেন !
দাদাটা যে বড্ড ভাল ছিল।
সে তো মোষ চুরি করেনি,
সেটা তো বাঁধা ছিল তোমারই ঘরের পাশে ।
দাদাটা কে হাসপাতালে যেতে দিলেনা কেন !
মেরে ফেললে কেন !
------------------------------------------------------------------------------------------------------------------------------
************
ও কাকু ভোট মানে কি !
আমাকে লাঠি দিয়ে মারা !
তবে ভোট চাইনা।
আমাকে কেউ মারেনা
না ঠাম্মা, না বাবা, না মা।
তোমরাই প্রথম মেরেছো
আমি ভোট চাই না।
ভোট ভাল না, মোটে ভাল না।
---
মামা, মামা, মামা
আর সহ্য করতে পারছিনা।
আমি জানতাম না
ওটা পোস্টার,
তোমাদের ভোটের ছবি।
ঘুড়ি কেনার পয়সা নেই ,
তাই ওটা ছিড়ে ঘুড়ি উড়িয়েছিলাম,
ওই নীল আকাশ টা যে আমাকে ডাকে।
ঘুড়িরা যায় ওর কাছে।
আমিও ওখানে একটা শুধু
ঘুড়ি পাঠাতে চেয়েছিলাম।
দোহাই তোমাদের, আর মেরোনা।
---
আমি তো তোমাকে মেসো ডাকি,
তুমি আমাকে মারছো কেন !
আমি তো ভোট দিতে যায়নি,
ভোট কি জিনিষ ?
আমি তো জানিনা,
দাদু জানে , দিদা জানে
বাবা মা ও জানে
তুমি আমাকে মারলে কেন !
--
ও ছেলেরা , কি করছ ?
এটুকখানি মাথা গোজার চাল
ভাঙ্গছো কেন ! ভাঙ্গছো কেন !
আমাদের কি অপরাধ ?
বুড়ো মানুষটাকে এমন ভাবে মারছো কেন !
আমার তো শুধু আমাদের নিজেদের ভোট দিয়েছি
আমার কাপড় ধরে টানছো কেন !
আমাদের মধ্যেই আছে তোমাদের বাবা মা
এমন হেনস্তা কেন ! এত অপমান কেন !
বেশ করেছি নিজেদের ভোট দিয়েছি, আবার দেব
তোদের মা কে ই উলঙ্গ করলি! করলি কেন !
---------------------------------------------------------------------------------------------------------------------------------
অবোধ প্রশ্ন
*********
জেঠু গো, জেঠু,
দাদা টাকে মেরে ফেললে কেন !
দাদাটা যে বড্ড ভাল ছিল।
সে তো মোষ চুরি করেনি,
সেটা তো বাঁধা ছিল তোমারই ঘরের পাশে ।
দাদাটা কে হাসপাতালে যেতে দিলেনা কেন !
মেরে ফেললে কেন !
------------------------------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment