12 Apr 2017

ভবিষ্যৎ

ভবিষ্যৎ
********

একদিন মানুষের মাঝের
সব সীমারেখা যাবে ঘুচে,
দাসত্বের বেড়াজাল ভেঙে
সব ভেদাভেদ দেবে মুছে।
--
বাতাসে বারুদের গন্ধের বদলে 
বইবে নির্মল, মিষ্টি ফুলের নির্যাস,
ফলন্ত মাটিতে সোনা ঝরা ফসল 
সকলের পেট ভরানোর আশ্বাস।
--
ঘাম ঝরবে সকলের অনেক
কোন রক্ত কিন্তু ঝরবে না,
ঝড়, বৃষ্টি মাথায় নিয়ে বাঁচবে  
ভাগ করে সব দুঃখ যন্ত্রণা।
--

9 Apr 2017

শৈশব

শৈশব
*****

গাছে গাছে তেঁতুল ঝোলে, আম ঝোলে
 শৈশব কি আজ ভুলেছে গাছে চড়তে !
সাড়া দেয় দিগন্ত ছোঁয়া সবুজ মাঠের হাতছানিতে !
প্রাণ কি চায় প্রজাপতির সাথে মিতালী করতে !
ভালোবাসে এপার ওপার সাঁতার কাটতে, 
নদী, পুকুর, অথবা দীঘির টলটলে জলে !
--
শিউলী ফুলের গন্ধ কি পায় বাতাসে !
পৃথিবী আলো করে সূর্য ওঠে কেমনে !
ভোরের শিশির কি মাখে পায়ে !
অসীম শুন্যে আর কেউ তারা গোনে !
দেখে কি চারিদিক রাঙিয়ে
  সূর্য কেমন লুকিয়ে পড়ে দিনের শেষে !
 --
শৈশব কি পূর্নিমায় চাঁদের মা বুড়িকে খোঁজে!
আঁধার রাতের বুকচিরে বিদ্যুৎ যায় চমক দিয়ে,
মনে কি আর শিহরণ জাগায় !
ওদের পুরো আকাশটাই যে নিয়েছি ছিনিয়ে ;
শুধু নিয়ন বাতির ঝলক চোখ ধাঁধায়
ঝাঁ চকচক শপিংমল আর হাইরাইজে।
--
বৃষ্টি ভেজার মজা কি আর কেউ লোটে!
কাগজের নৌকা ভাসাতে,
বুকজল চায় কি আর ভাঙতে !
গেম খেলতে মোবাইল দিয়েছি হাতে ;
শুধুই বারুদের চাষ করেছি জমিতে !
জীবন থেকে প্রকৃতিকে দিয়েছি ছেঁটে।
--
শৈশব কে নিয়েছি কেড়ে
অভ্যস্থ করেছি যান্ত্রিক জীবনে,
তুষ্ট নেই আর 'পাগলা দাশু' তে !
ব্যস্ত টিভিতে ঘরোয়া কোন্দলের অভিনয়ে,
শিশুরা শিখছে সস্তা হাততালি কুড়াতে !
কলের পুতুলে যাচ্ছে দেশ ভরে।
 --
প্রভাত ফেরি আজ নয় আবির হাতে
কাবাডি, খোখো, ফুটবল যাক চুলোতে!
গদা, ত্রিশূল, বর্শা, তলোয়ার হাতে,    
সামিল করেছি মিছিলে নানা অজুহাতে !  
দারুন কৌশলী দাবার চালের গুটিতে,
শৈশবেই মানুষ শিখে যাবে মানুষ মারতে।
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------