12 Apr 2017

ভবিষ্যৎ

ভবিষ্যৎ
********

একদিন মানুষের মাঝের
সব সীমারেখা যাবে ঘুচে,
দাসত্বের বেড়াজাল ভেঙে
সব ভেদাভেদ দেবে মুছে।
--
বাতাসে বারুদের গন্ধের বদলে 
বইবে নির্মল, মিষ্টি ফুলের নির্যাস,
ফলন্ত মাটিতে সোনা ঝরা ফসল 
সকলের পেট ভরানোর আশ্বাস।
--
ঘাম ঝরবে সকলের অনেক
কোন রক্ত কিন্তু ঝরবে না,
ঝড়, বৃষ্টি মাথায় নিয়ে বাঁচবে  
ভাগ করে সব দুঃখ যন্ত্রণা।
--

No comments:

Post a Comment