19 Jul 2017

জন্মদিন

সকল বন্ধু আর স্বজনদের জন্য  স্মৃতির পাতা থেকে আমার সামান্য নিবেদন
---------------------------------------------------------------------------
জন্মদিন
*********
জন্মদিন কি শুধুই জীবন থেকে খসে যাওয়া
একটি ছেড়া পাতা!
আর ও একটা বছর হারিয়ে যাওয়া!
স্মৃতির সাম্রাজ্যে ভীড় বাড়ানো!
নাকি অনেক দেখা সুন্দর স্বপনগুলির   
সবই অধরাই রয়ে যাওয়া!
এ বাঁধভাঙা আন্তরিক ভালোবাসা আর
শুভেচ্ছার প্লাবন তবে কিসের প্রতীক!
এ যে আজকের অসহ্য অসহায় সময়ে ও
মানুষের প্রতি মানুষের টান,
যা জীবনের আর এক নাম।
-----------------------------------------------------------------------------------------------------------------------------








ইচ্ছে-- ২

ইচ্ছে-- ২
*******

যেদিন ভোরের শিশিরে থাকবে প্রতিবাদের হিল্লোল
গাছের মুকুলে মুকুলে প্রতিরোধের আশ্বাস,
বহমান নদীর কলতানে জীবন জয়ের কলরোল 
গোধূলির সোনা ঝরা আলোতে রক্তিম আভাস, 
নতুন দিনের আগমনে ঘরে ঘরে দীপাবলীর আলোর খেলা,
সেদিন যেন নতুন করে আসে ফিরে আমার কিশোরীবেলা।
------------------------------------------------------------