ইচ্ছে-- ২
*******
যেদিন ভোরের শিশিরে থাকবে প্রতিবাদের হিল্লোল
গাছের মুকুলে মুকুলে প্রতিরোধের আশ্বাস,
বহমান নদীর কলতানে জীবন জয়ের কলরোল
গোধূলির সোনা ঝরা আলোতে রক্তিম আভাস,
নতুন দিনের আগমনে ঘরে ঘরে দীপাবলীর আলোর খেলা,
সেদিন যেন নতুন করে আসে ফিরে আমার কিশোরীবেলা।
------------------------------------------------------------
*******
যেদিন ভোরের শিশিরে থাকবে প্রতিবাদের হিল্লোল
গাছের মুকুলে মুকুলে প্রতিরোধের আশ্বাস,
বহমান নদীর কলতানে জীবন জয়ের কলরোল
গোধূলির সোনা ঝরা আলোতে রক্তিম আভাস,
নতুন দিনের আগমনে ঘরে ঘরে দীপাবলীর আলোর খেলা,
সেদিন যেন নতুন করে আসে ফিরে আমার কিশোরীবেলা।
------------------------------------------------------------
No comments:
Post a Comment