মুক্ত নুড়ির মালা
*************
জীবনে চলার পথে কুড়ানো কত নুড়ি
মহাকালের ঝুলিতে ভরা সযতনে,
নুড়ি পাথরের মুক্তমালা গাঁথার চেষ্টা অবিরাম
আছে কত আতর গন্ধ স্মৃতি
কত জ্যোৎস্না মাখা ভালবাসা
টুকরো টুকরো ঝিনুক ঢাকা কথা,
সুবিশাল ক্যানভাস
জলছাপ ছবি ভাসা ভাসা।
*************
জীবনে চলার পথে কুড়ানো কত নুড়ি
মহাকালের ঝুলিতে ভরা সযতনে,
নুড়ি পাথরের মুক্তমালা গাঁথার চেষ্টা অবিরাম
আছে কত আতর গন্ধ স্মৃতি
কত জ্যোৎস্না মাখা ভালবাসা
টুকরো টুকরো ঝিনুক ঢাকা কথা,
সুবিশাল ক্যানভাস
জলছাপ ছবি ভাসা ভাসা।
--
জ্বলজ্বলে মুখগুলি যেন এক আকাশ তারা,
হাঁটাচলায় মাদলের দ্রিমি দ্রিমি
কণ্ঠ কখন বাঁশির সুর,
জ্বলজ্বলে মুখগুলি যেন এক আকাশ তারা,
হাঁটাচলায় মাদলের দ্রিমি দ্রিমি
কণ্ঠ কখন বাঁশির সুর,
কখন বা মেঘমন্দ্র আওয়াজ
উঁচু পাহাড়ের কোল থেকে ঝাঁপিয়ে পড়া দিন।
মাথার ওপর জ্বলন্ত অঙ্গার,
উঁচু পাহাড়ের কোল থেকে ঝাঁপিয়ে পড়া দিন।
মাথার ওপর জ্বলন্ত অঙ্গার,
বা নিকষ নিবীড় অন্ধকার
বয়েছে অগণিত রক্তনদী।
বয়েছে অগণিত রক্তনদী।
--
কাঁটার মুকুট কপালে
ঝোড়ো সময়ের দৌড়,
ঝোড়ো সময়ের দৌড়,
থামলেই থেমে যাওয়া,
তাইতো দ্রুতবেগে সবল পায়ে এগিয়ে যাওয়া
আকাশের দিকে বাড়ান বজ্রমুষ্টি
লাল সূর্য্যটাকে যে ধরতেই হবে।
---------------------------------------------------------------------------------------------------------------------------
তাইতো দ্রুতবেগে সবল পায়ে এগিয়ে যাওয়া
আকাশের দিকে বাড়ান বজ্রমুষ্টি
লাল সূর্য্যটাকে যে ধরতেই হবে।
---------------------------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment