ভোর রাতের স্বপ্ন
*************
ভোররাতে স্বপ্ন দেখলাম
আকাশ থেকে তুষার নয় বারুদ ঝরছে ,
শিকারাগুলির গায়ে ঝকঝকে অক্ষরে
বড় বড় শিল্পপতিদের নাম,
সস্তা শ্রমে কাশ্মীরি হাতের কাজের সম্ভার
বিকোচ্ছে মলে আকাশ ছোঁয়া দামে
ডাল লেকের জল লালে লাল,
পথের পাশে ফুলের কেয়ারি নয় শুধুই লাশ !
ফুটফুটে চঞ্চল কিশোরের দল
ব্যস্ত ছিল ক্রিকেট খেলায়,
কাছেই ভারী বুটের আওয়াজ
কিশোরেরা ঝাঁপ দেয় ঝিলমে
বাকীরা কিছু দূরে পাড়ে উঠল,
কিন্তু আলতাফ উঠল না
সে যে সাঁতার জানতনা,
আর ছড়ড়ায় আজাহার হল অন্ধ ;
আমি আজাহার আর আলতাফের
মুখের উপরে আমার কিশোর ছেলের
ছায়া দেখলাম, ভোরের স্বপ্ন,
সত্যি না হয়, রামনাম জপ করি !
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment