উল্ল্মফন
*************
একাকিত্বের হাহাকার বাতাসে, বাতাসে
*************
একাকিত্বের হাহাকার বাতাসে, বাতাসে
চাটুকারী এক জড়ভরত জীবনপ্রবাহ,
যারা মরে যাচ্ছে, তারা কি বেঁচে যাচ্ছে !
বেঁচে থাকা মানুষরাই আজ মরে বেঁচে আছে।
---
আগে এক আকাশ উড়বার ইচ্ছা ছিল
ভূমি ছিল নিশ্চিন্ত, নিরাপদ আশ্রয়
ছিল বৃষ্টিঝরা উদ্দামতা, এক মহাসাগর ভরা স্বপ্ন
অরুন আলোর উদ্যম, ঋজু পাহাড় প্রমান দৃঢ়তা।
---
মানবজনম ছিল চির স্বাধীন
নদীর কলতান, দিগন্তের সবুজ হাসিতে মাতোয়ারা
জোৎস্নামেদুর ভালবাসা জড়ানো মানবসমাজ
আর আকাশ ছোঁয়ার স্বপ্ন।
---
রামধনু তুলিতে সৃষ্টির সাগরে ভাসিয়ে দিয়েছে পৃথিবী
ঝড়ের সাথে পাল্লা দিয়ে ছুটেছে দুর্দ্দমকে আয়ত্ত করতে
সব অচলায়তনের পাঁচিল ভেঙে ফেলার স্পর্ধা ছিল
কাঁটাতারের মালা গলায় নিয়ে গেয়েছে জীবনের জয়গান।
----
আজ নিঃশ্বাসে বিষ, চিন্তায় বিষ, বিষে জর্জরিত বাতাবরণ,
পাঁজর ভাঙা শূন্যতা, নির্লিপ্ত মমি জীবন, নাম বিহীন জংলা জমিন,
ফ্যাকাশে দৃষ্টি, ভাঙা আয়নায় ডানা ঝাপ্টানো, নিঃশব্দ চোখের জল,
উল্কাপাতে পুড়ে যাওয়া বিহ্বল মন, স্খলিত বিবেক, মদালসা জীবন বোধ !
----
শূন্য থেকে শুরু করে শূন্যে ফিরে যাওয়ার অর্থ কি পশ্চাৎগামীতা, একেবারে হেরে যাওয়া ?
আদি অনন্ত কাল ধরে এগিয়ে যাবার লড়াই, যুগ যুগান্তরের মহান স্বপ্ন কি শুধুই দুরাশা !
নাকি পরিশেষে আছে বিশাল এক উল্ল্মফন, উত্তরণ, আর দুরন্ত জয় ;
শুধু পৃথিবী নয়, অসীম মহাকাশের অসংখ্য নক্ষত্র পুঞ্জের মহামিলন।
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment