25 Jul 2023

অপরাজিতা


অপরাজিতা
**************

বস্ত্রহীন দ্রৌপদী চলেছে মাথা উঁচু করে দৃপ্ত পদক্ষেপে,পাশে কৃষ্ণ নয়,
ঢালতরোয়াল হাতে রণসাজে সজ্জিতা নগ্ন  মনিপুরকন্যা চিত্রাঙ্গদা, 
আছে বল্লম হাতে উলুপী, কুঠার হাতে হিড়িম্বা, চক্র হাতে সুভদ্রা  
কুন্তী ছোট্ট কর্ণ কোলে, গান্ধারী খুলে ফেলেছে চোখের বাঁধন।  
কাঁটা জিভ হাতে খনা, পাশে যুদ্ধাস্ত্রে সজ্জিত রানী লক্ষ্মীবাঈ।  
--
সীতা, শকুন্তলা তাদের সব অপমানের জবাব দিতে প্রতিবাদে সামিল
বাদ যায়নি স্বামীর অভিশাপে শাপিত পাষাণী অহল্যাও ,  
 ইন্দ্রের কাঁচের স্বর্গ ভেঙে গুড়িয়ে বেরিয়ে এসেছে মেনকা,উর্বশী রম্ভা,  
নগরের নটি বাসবদত্তা, আম্রপালি, শ্যামা পায়ের শেকল কেটে মিছিলে উপস্থিত।
--
কন্যাকুমারী থেকে কাশ্মীরের বসনহীন, ধর্ষিতা আসিফারা  
কামদুনি থেকে, রাজস্থানের রূপ কানোয়ার উঠে দাঁড়িয়েছে 
জ্বলন্ত চিতা থেকে, তাদের প্রতি সমস্ত অন্যায়ের প্রতিকার দাবী করতে,
পার্কস্ট্রিটের সুজেট, চেন্নাই, মুম্বাই, দিল্লী থেকে নির্ভয়ারাও আজ অংশীদার। 

সর্বাগ্রে আছে টাঙ্গি হাতে সুমি মুর্মু, কাস্তে হাতে ফুলন মুর্মু, হাতুড়ি নিয়ে ঝানো মুর্মু,
আছে প্রীতিলতা ওয়াদ্দেদারের মত স্বাধীনতা সংগ্রামের শহীদেরাও, 
তরাইয়ের সপ্ত কন্যা, সহ অসংখ্য লড়াকু শহীদ মেয়েরা আছে সাথে,
গায়ের বস্ত্রহীনতা, বস্তাপঁচা কলঙ্কের ছাপ নিয়ে কোন মাথাব্যথা নেই. 
--
অত্যাচারী সামন্ততাত্রিক, সাম্রাজ্যবাদী শোষকদের
কোমর ভেঙে দিতে তারা উঠে দাঁড়িয়েছে।
ওরা একইসাথে আকাশের সমস্ত সূর্য, চাঁদ আর তারাদের মিলন ঘটাবে। 
ওরাই দূর্গা, ওরাই কালী, ওরাই অন্নপূর্ণা, ওরা অপরাজিতা। 
-------------------------------------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment