15 Jul 2024

ছড়াক্কু

ছড়াক্কু  
----------
বৃষ্টি ভেজা দুপুরে 
জল ভাঙছে খুকুরে
মেঘ ডাকে গুরগুড়িয়ে 
খোকা হাঁটে তুরতুড়িয়ে।

বইছে বাতাস শনশনিয়ে
ছুটছে নদী খিলখিলিয়ে
নাচছে পাতা ঝিরঝিরিয়ে
ঝরছে জল টুপিটুপিয়ে।

ঘরের চালে ডাকছে ঘুঘু
ঝোপেঝাড়ে গাইছে কুহু 
গাঁয়ের বধূরা গাইছে টুসু 
গাঁয়ের মেয়েরা নাচছে বিহু।


-----------------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------

রোজনামচা




রোজনামচা 
********************
প্রতিদিন ঘটে চলেছে কত ঘটনা। 
সকালের খবরের কাগজ আর টিভি তে 
প্রতিদিনের খবরে  মন খারাপ হয়ে যায়,
দুর্ঘটনা, খুন জখম মনের তারে ঘা দিয়ে যায়
সাধারণ মানুষের উপর নিত্য নতুন অত্যাচার,
বাজারের মূল্যবৃদ্ধি, মানুষের নাভিশ্বাস,  
ক্রম বদ্ধমান বেকারত্ব, আত্মহনন 
স্বাস্থ্য ও শিক্ষা জগতে বেহাল অবস্থা, 
মেয়েদের ওপর দৈনন্দিন অত্যাচার 
সচেতন মানুষের মনে চাপ সৃষ্টি করে।