15 Jul 2024

রোজনামচা




রোজনামচা 
********************
প্রতিদিন ঘটে চলেছে কত ঘটনা। 
সকালের খবরের কাগজ আর টিভি তে 
প্রতিদিনের খবরে  মন খারাপ হয়ে যায়,
দুর্ঘটনা, খুন জখম মনের তারে ঘা দিয়ে যায়
সাধারণ মানুষের উপর নিত্য নতুন অত্যাচার,
বাজারের মূল্যবৃদ্ধি, মানুষের নাভিশ্বাস,  
ক্রম বদ্ধমান বেকারত্ব, আত্মহনন 
স্বাস্থ্য ও শিক্ষা জগতে বেহাল অবস্থা, 
মেয়েদের ওপর দৈনন্দিন অত্যাচার 
সচেতন মানুষের মনে চাপ সৃষ্টি করে। 

No comments:

Post a Comment