একটি ছোট্ট মৌটুসীর খুন
*************************************
কাহিনী
+++++++
একটা ছোট্ট সাতরঙা মৌটুসী
ঝিলমিল করে ওড়ে আকাশে
খিলখিল হাসি ছড়িয়ে দেয় বাতাসে।
একটু বড় হলে মাকে বলে
সব পাখিদের সেবা করবে
সকলকে সে ভাল রাখতে চায়।
বেশ চলছিল উড়ে উড়ে
সবার খোঁজ খবর রাখে
অসুখ হলে সেবা করে।
নিরলস খেটে সারিয়ে তোলে
সকলকেই, সকলেই ভালবাসে
সবাই মিলে মিশে বেশ দিন কাটে।
দূর থেকে শকুনদম্পতি দেখে
হিংসায় জ্বলতে থাকে মৌটুসীর বাড়বাড়ন্তে
জব্দ করার ফন্দী আটে ।
যেদিন সারা আকাশ মেঘে কালো
হয়ে গেল, পথ হারাল ছোটসোনা
ঝাঁপিয়ে পড়ল শকুনদম্পতি তার চেলাচামুন্ডা সহ
যত হিংস্রতা ছিল তাদের নখে, ঠোঁটে
যত কালিমা ছিল মনে সব ঢেলে দিল
ক্ষতবিক্ষত মৌটুসী এলিয়ে পড়ল মাটিতে।
মা বাবা পাখী পাগলের মত খুঁজে বেড়ায়
অবশেষে মেঘে কেটে ফুটল আলো
সব পাখিরা নেমে এল মাটিতে আদরের মৌটুসীর কাছে, খবর পেয়ে উড়ে আসে বাবামা, ঠুকরে খাওয়া প্রানহীন সাতরঙা মৌটুসীর সব পালক ছড়িয়ে চারিপাশে,
মাঝে খুন হয়ে যাওয়া তার ছোট্ট দেহটা।
কথা
+++++
হটাৎ আকাশ ছেয়ে গেল বিশাল পাখীর দলে
অতি ছোট্ট পাখী থেকে বিশাল বিশাল পাখি
খবর ছড়িয়ে পরার সাথে সাথে টুনটুনি, বাবুই, চড়াই, থেকে চিল, বাজ, ঈগল, ময়ূর, অস্ট্রিচ, পেঙ্গুইন। ঈগল সজোরে ঘোষণা করল, 'খাবার জন্য সকল কে শিকার করতে হয়, শুধু মাত্র ঈর্ষার থেকে এই হিংস্রতা মেনে নেওয়া, মহাপাপ। একে ক্ষমা করা যায় না।' কত শত পাখিরা সারা পৃথিবীর ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে ।
ঘিরে ফেলল শকুনি দম্পতি আর তাদের চেলাদের।প্রচন্ড ঘৃণা ও রাগে ঠুকরে ঠুকরে নিশ্চিহ্ন না করে কেউ থামল না। কঠিন শাস্তি দেখে সমঝে গেল সব হিংস্রতা, সব অন্ধকার।
অপূর্ব এক আলো নিয়ে ফিরে এল শান্তি, সুমধুর কণ্ঠে ডেকে উঠল দোয়েল, কোকিল, তোতা, স্কাইলারক।
***************************************************************************************************************************************************************************************************************************************************
No comments:
Post a Comment