30 Oct 2014

কাঁপন, সময়, সত্য ও সুন্দর, ভাবনা, রামধনুর ছড়া, নিনাদ

কাঁপন
******
আকাশ কাঁপছে
কাঁপে   ধরাতল
বাতাস কাঁপছে
কাঁপে নদীর জল।

সমাজ কাঁপছে
কাঁপে মানুষের  মন 
শোষক কাঁপছে
কাঁপে  সিংহাসন।
*************

সময়
*****
উত্সবমুখর  দিনগুলিতে
অমাবস্যার আকাশেও 
 আনন্দের সুর বাজে।

সময় যখন বিপর্যস্ত
পূর্নিমার চাঁদও
 ম্লান হাসে।

সুসময়ের আলো
ঘন মেঘের আস্তরণ ভেঙে
ঠিকরে পরে।

সময় যখন বিষাদময়
শীতের নরম রোদ
গ্রীষ্য়ের দাবদাহ সৃষ্টি করে।
******************



 সত্য ও সুন্দর
 **********
 যা সত্য তাই সুন্দর
 সুন্দর যা তাই সত্য,
সত্য আর সুন্দরের মিলন
তারই মাঝে সার্থক জনম।


এই মহামিলনের কামনায়  মানুষ লড়ে
প্রাণকে বিলিয়ে দেয় তারই অন্বেষণে,
তারই অভাবে মানুষ মনুষ্যত্ব  হারায়
আমরা আজও আছি কিসের প্রতীক্ষায়!
*****************************


ভাবনা
******

নীল আকাশের বুকে সাদা মেঘের সারি
অলস কল্পনা,
মেঘের রাজ্যে হারিয়ে যাবার
দেয় উস্কানি।

তারই  মাঝে জীবনের গান
শক্ত মাটিতে পা রাখার
কঠিন আহবান।

খোলা আকাশে মুক্ত মেঘমালা
অন্ধকারে আশার প্রদীপ জ্বালা। 
কঠিন কঠোর জীবন
বয়ে আনে প্রানের স্পন্দন।

অবিরাম জীবনকে জানা
তারই গর্ভে জন্ম নেয়
হাজার ভাবনা
ভাবনা - নতুন ভাবনা
***************


(ছোটোদের জন্য )
---------------------
রামধনুর ছড়া
**********
ধনুকের আকারে
সাতরঙ্গা বাহারে
মেঘের ফলকে
বলো তো  আমি কে !

জলভরা আকাশে
পাখা মেলে বাতাসে
রৌদ্রের  চমকে
বলো তো আমি কে !

সময়ের গমকে
চোখের পলকে 
বসে আছি থমকে
বলো তো আমি কে !

বরিষণ শেষে
কুমারীর বেশে
সাতরঙ্গা ঝলকে
বলো তো   আমি কে !

লাল , বেগুনি,  সবুজে
নীল্ , কমলা , হলুদে,
মিলে মিশে সাদাতে
বলো তো আমি কে !

দেখি শুধু চোখ চেয়ে
বিদায়ের গান গেয়ে
তারপর দিনশেষে
মহাশূন্যে যাই ভেসে।
***************



নিনাদ
*****
রাত নির্জন , নিস্তব্ধ  আকাশ
তারারা নিশ্চল, নিঃশব্দ বাতাস
নিথর ধরাতল, বনানী নিস্পন্দ
নির্বিকার জলরাশি,  সময় নির্দয়। 


নির্বাক স্বপ্ন, মানুষ নিরুপায়
নীরব  কন্ঠ, প্রচেষ্টা নিশ্চেষ্ট
নির্লোভ হৃদয়, মন নির্ভয়
নির্ভিক চলন , নির্ভুল নিশ্চয়।
*********************



























No comments:

Post a Comment