কল্পনা
*****
আমি যদি পাখি হতাম,
ছোট্ট দুটি ডানা মেলে,
সোনালী আলোর রেনু গায়ে মেখে,
বাতাসের তরঙ্গে ভেসে যেতাম ,
সেই দূর থেকে দূরান্তরে।
ধূধূ মাঠ পেরিয়ে,
ধানের শিষের মাথা ছুঁয়ে ,
তাল তমালের গন্ধ নিয়ে,
পলাশ ,শিমুলের রঙে মন রাঙিয়ে,
সেই দূর থেকে দূরান্তরে।
.
পুকুরের জলে হাঁসেদের খেলা,
নদীর স্রোতে মাছেদের লুকোচুরি ,
সমুদ্রের ঢেউয়ের সাথে ডলফিনদের নাচানাচি,
দুচোখে গেঁথে নিয়ে ,
সেই দূর থেকে দূরান্তরে।
বনের প্রান্তে আর বাঁদরছানার কিচিমিচি ,
গভীর জঙ্গলে বুনো হাতির দাপাদাপি ,
বাঘ সিংহের রাজসিক চলন বলন ,
দোয়েলের শিসের সুরে, বুড়ো বটের ঝুরি তে দোলন খেয়ে ,
সেই দূর থেকে দূরান্তরে।
অথবা আকাশ যেখানে মাটিতে মিশেছে ,
তারাদের হাসি কান্নার জলসা বসেছে ,
যেখানে সাগরের কোল থেকে ,
পূর্নিমার চাঁদ টুক করে লাফিয়ে ওঠে ,
সেই দূর থেকে দূরান্তরে।
ঋজু পাহাড়ের চূড়া গুলি যেখানে,
ঝকমকে কঠিন বরফে ঢাকা ,
হাত বাড়ালেই কচি লাল সূর্য টাকে ধরা যায় ,
মন যেখানে উজ্জল, উচ্ছল পরিপূর্ণ ,
সেই দূর থেকে দূরান্তরে।
****************
*****
আমি যদি পাখি হতাম,
ছোট্ট দুটি ডানা মেলে,
সোনালী আলোর রেনু গায়ে মেখে,
বাতাসের তরঙ্গে ভেসে যেতাম ,
সেই দূর থেকে দূরান্তরে।
ধূধূ মাঠ পেরিয়ে,
ধানের শিষের মাথা ছুঁয়ে ,
তাল তমালের গন্ধ নিয়ে,
পলাশ ,শিমুলের রঙে মন রাঙিয়ে,
সেই দূর থেকে দূরান্তরে।
.
পুকুরের জলে হাঁসেদের খেলা,
নদীর স্রোতে মাছেদের লুকোচুরি ,
সমুদ্রের ঢেউয়ের সাথে ডলফিনদের নাচানাচি,
দুচোখে গেঁথে নিয়ে ,
সেই দূর থেকে দূরান্তরে।
বনের প্রান্তে আর বাঁদরছানার কিচিমিচি ,
গভীর জঙ্গলে বুনো হাতির দাপাদাপি ,
বাঘ সিংহের রাজসিক চলন বলন ,
দোয়েলের শিসের সুরে, বুড়ো বটের ঝুরি তে দোলন খেয়ে ,
সেই দূর থেকে দূরান্তরে।
অথবা আকাশ যেখানে মাটিতে মিশেছে ,
তারাদের হাসি কান্নার জলসা বসেছে ,
যেখানে সাগরের কোল থেকে ,
পূর্নিমার চাঁদ টুক করে লাফিয়ে ওঠে ,
সেই দূর থেকে দূরান্তরে।
ঋজু পাহাড়ের চূড়া গুলি যেখানে,
ঝকমকে কঠিন বরফে ঢাকা ,
হাত বাড়ালেই কচি লাল সূর্য টাকে ধরা যায় ,
মন যেখানে উজ্জল, উচ্ছল পরিপূর্ণ ,
সেই দূর থেকে দূরান্তরে।
****************
No comments:
Post a Comment