নুতন বছর
নুতন দিনের ভোরে
আকাশে উড়ুক শান্তির পারাবত
কোন বোমারু বিমান নয়।
--------
নুতন দিনের ভোরে
মহাসাগরে ভাসুক সোনালী ফসল ভরা জাহাজ
নয় কোন বন্দুক, গুলি, ক্ষেপনাস্ত্র।
---------
নুতন দিনের ভোরে
বাতাস ছড়িয়ে দিক মিতালির কলতান
বারুদের গন্ধ নয়।
-------
নুতন দিনের ভোরে
কোন লাশ নয়, ধর্ষণ নয়, রক্ত নয় ,
শুধু অনেক অনেক শিউলি ফুল।
-------
নুতন দিনের ভোরে
কোন ঘৃণা নয়, হিংসা নয়
মানুষ ভালবাসুক মানুষকে।
---------
নুতন বছর আসুক
নুতন স্বপ্ন নিয়ে
ধ্বংস নয়, সৃষ্টির উত্সাহে।
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
নুতন দিনের ভোরে
আকাশে উড়ুক শান্তির পারাবত
কোন বোমারু বিমান নয়।
--------
নুতন দিনের ভোরে
মহাসাগরে ভাসুক সোনালী ফসল ভরা জাহাজ
নয় কোন বন্দুক, গুলি, ক্ষেপনাস্ত্র।
---------
নুতন দিনের ভোরে
বাতাস ছড়িয়ে দিক মিতালির কলতান
বারুদের গন্ধ নয়।
-------
নুতন দিনের ভোরে
কোন লাশ নয়, ধর্ষণ নয়, রক্ত নয় ,
শুধু অনেক অনেক শিউলি ফুল।
-------
নুতন দিনের ভোরে
কোন ঘৃণা নয়, হিংসা নয়
মানুষ ভালবাসুক মানুষকে।
---------
নুতন বছর আসুক
নুতন স্বপ্ন নিয়ে
ধ্বংস নয়, সৃষ্টির উত্সাহে।
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment