24 Dec 2014

মধু, নারী

মধু
***
পাঁকে ফোটে পদ্ম
মধুপ নিয়ে যায় পদ্মমধু,
চারিদিকে পঙ্কিলতার মাঝে
যে মানুষ খুঁজে বেড়ায় সেই  মধু
মধুময় হয়ে ওঠে অভিজ্ঞতার পাত্র। 
----------------------------------------------------------------------------------------------------------------------------------------

নারী
****

শৈশবে তুমি ফুলের র্কুঁড়ি,
কৈশোরে কচি কলাপাতা,
যৌবনে সাগরের নীল ঢেউ,
প্রৌড়ত্বে মাঘের শেষে বৃষ্টি ,
বার্ধ্বক্যে শ্বেতশুভ্র মেঘ।
---------

তুমি উর্ব্বরা চষা জমি,
পৃথিবীর আর্ধ্বেক আকাশ,
দোষগুনে মেশা একটা
আস্ত সজীব মানুষ,
এটাই তোমার পরিচয়। 
 ________________

No comments:

Post a Comment