শ্রাবণ শেষের আঙিনাতে
****************
ঘন ধূসর মেঘের আস্তরণের
মধ্য দিয়ে বিদ্যূত চমকের মত
যৌবনের সহজাত প্রেরণাগুলি
মনের গভীর থেকে উঁকি মারছে।
--
অলস কালক্ষেপন না করে ,
উদ্দাম চলমান জগতের সাথে
দৃঢ় পদক্ষেপে, শান্ত সমাহিত মনে,
অভিসারে সাড়া দিতে ডাকছে।
--
বৃষ্টি শেষে সদ্যস্নাত কচি চারাগুলি
দিনের উচ্ছল আলো মেখে
রাতের হিমেল বাতাসের পরশ পেয়ে
নরম আনন্দে ভরিয়ে দেবে মনের দৃষ্টিকে।
---
হাসি কান্নার জোয়ার ভাঁটায়
অনন্ত অসীম বিশ্বের নৈসর্গিক
রূপ রস অনুভবে মগ্ন করবে
আমাদের সুপ্রাচীন সভ্যতা আর সৃষ্টিকে।
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
****************
ঘন ধূসর মেঘের আস্তরণের
মধ্য দিয়ে বিদ্যূত চমকের মত
যৌবনের সহজাত প্রেরণাগুলি
মনের গভীর থেকে উঁকি মারছে।
--
অলস কালক্ষেপন না করে ,
উদ্দাম চলমান জগতের সাথে
দৃঢ় পদক্ষেপে, শান্ত সমাহিত মনে,
অভিসারে সাড়া দিতে ডাকছে।
--
বৃষ্টি শেষে সদ্যস্নাত কচি চারাগুলি
দিনের উচ্ছল আলো মেখে
রাতের হিমেল বাতাসের পরশ পেয়ে
নরম আনন্দে ভরিয়ে দেবে মনের দৃষ্টিকে।
---
হাসি কান্নার জোয়ার ভাঁটায়
অনন্ত অসীম বিশ্বের নৈসর্গিক
রূপ রস অনুভবে মগ্ন করবে
আমাদের সুপ্রাচীন সভ্যতা আর সৃষ্টিকে।
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment