হারানো কাকলী
**********বাবুই, বউকথা কও, বক, ইস্টিকুটুম
চিরকালই গ্রামের বাসিন্দা।
শহরের বুকে আধিপত্য ছিল
কাক, কোকিল, চড়াই, পায়রাদের।
--
গৃহস্থের পরিছন্ন গৃহস্থালিতে
চড়াই পাখিদের অযাচিত অনুপ্রবেশ।
ঘরে কোনা-কাঞ্চিতে
বাসা বাঁধা, ডিম পাড়া।
--
নৈমিত্তিক তাদের খুনসুটি,
ঠোঁটে করে বাচ্চাদের খাবার আনা ,
অনবরত খড়কুটো ফেলা,
ছিল তাদের জন্মগত অধিকার।
--
পায়রাদের বসত ছিল
পুরাতন বাড়ির ঘুলঘুলির মধ্যে।
উঠোনের আনাচে কানাচে
খাবারের সন্ধানে তাদের ব্যস্ততা ।
--
বারমহলে তাদের অনয়াস গতি,
বেড়ালের প্রতি সতর্ক নজর,
দিনভর গলা ফুলিয়ে বকবকম
নির্জনতার প্রাচীর ভাঙত।
--
আজ যখন চড়াইয়ের খুনসুটি দেখে
পায়রার বকুমবকুম শুনে
একাকিত্ব থেকে মুক্তির পথ খুঁজি,
তারা হারিয়ে গেছে শহুরে মানুষের জীবন থেকে।
--
কেমন হবে সেদিন যেদিন থেকে
বাড়ীর কার্নিশে, ছাদের পাঁচিলে
কাকদের সভা আর বসবে না, কোকিল আর
ডিম পাড়ার জন্য কাকের বাসা খুঁজে পাবেনা।
__
এমনি করেই মানুষকে আরো একা করে
কোন এক দিন হয়তো বা হারিয়ে যাবে
কাকের কর্কশ কা কা রব ,
সাথে কোকিলের মিঠে কুহু তান।
__________________________________________________________________________________________
No comments:
Post a Comment