28 Nov 2015

অপরাজিতা



অপরাজিতা 
*********

আমিই  দুর্গা,
আমিই চন্ডী,
আমি মানবী।
--

আমাকে উলঙ্গ করে
বিকৃত আনন্দে মত্ত,
তবু তোরা পরাভূত।
 --

তোদের পৈশাচিক উল্লাস।
আমি যদিও ধর্ষিতা,
আমিই অপরাজিতা।
--

যুগে যুগে আমিই তোদের করেছি ধারণ,
বারে বারে আমিই তোদের করেছি সংহার,
আমি যে সবলা, এটাই আমার অহংকার।
--

ভীরু, কাপুরুষের দল ,
আমাকে হত্যা করিস যখন,
নির্ভয়ার সম্মান পাই তখন। 
--

লাশঘরে আমার দেহ হয় কাঁটাছেড়া, 
এ দেহ যতবার হবে ক্ষতবিক্ষত, ধর্ষিত,
আমি নই, সমগ্র মানবতা হবে লুন্ঠিত ।  
--

আমি অপরাজিতা,
আমি সবলা,
আমি নির্ভয়া।
-----------------------------------------------------------------------------------------------------------------------






No comments:

Post a Comment