স্বপ্ন - (২)
***
বিশাল সে জলরাশি পৃথিবীর বুকে,
জন্ম নিয়েছিল জীবন যেখানে,
আমি চেয়েছিলাম তার অতি ক্ষুদ্র এক বিন্দু জল হতে।
দিগন্ত বিস্তৃত বালুকাবেলা যার উপর দিয়ে পা পা করে
এগিয়েছে সভ্যতা, সহস্র কোটি যুগ ধরে,
চেয়েছিলাম শুধু তারই এক অতি নগণ্য বালুকণা হতে।
যে মেঘেরা অঝোর ধারায় সিক্ত করে চলেছে এই ধরনীকে,
চেয়েছিলাম তারই ছোট্ট এক টুকরো মেঘ হতে।
উঁচু ঋজু পাহাড়গুলি, যাদের গর্বিত মাথা আকাশে ঠেকেছে,
চেয়েছিলাম তাদের এক অকিঞ্চিতকর নুড়িপাথর হতে।
যে আদিম বনানী এই গ্রহকে সবুজের রঙে রাঙিয়েছে,
চেয়েছিলাম তারই রঙে একটু সবুজ হতে।
--
সাগরের মাঝে যে অগনিত ঝিনুক ভাসে,
আমি চেয়েছিলাম সেই একটা ঝিনুক হতে।
যে বাতাস খেলে যায় এ ধরার এক প্রান্তর অপর প্রান্তরে,
আমি চেয়েছিলাম তার সাথে একটু খেলতে।
সকালের সোনাঝরা নরম রোদ গায়ে মেখে,
চেয়েছিলাম বুকভরে মিষ্টি ফুলের নির্য্যাস নিতে।
যে মানুষেরা জীবনে সত্যের জন্যে যুগ যুগান্ত ধরে লড়ছে,
চেয়েছিলাম তাদের পথে হাঁটতে।
বিশ্বব্রম্ভান্ডের ঘূর্ণনের সাথে থাকতে চেয়েছিলাম।
অনন্ত আকাশের অসীমতায় মিশে গিয়ে,
স্বপ্ন দেখেছিলাম তার নীলিমায় নীল হতে।
স্বপ্ন দেখেছিলাম মানুষের মত মানুষ হতে।
--------------------------------------------------------------------------------------------------------------------------------
***
বিশাল সে জলরাশি পৃথিবীর বুকে,
জন্ম নিয়েছিল জীবন যেখানে,
আমি চেয়েছিলাম তার অতি ক্ষুদ্র এক বিন্দু জল হতে।
দিগন্ত বিস্তৃত বালুকাবেলা যার উপর দিয়ে পা পা করে
এগিয়েছে সভ্যতা, সহস্র কোটি যুগ ধরে,
চেয়েছিলাম শুধু তারই এক অতি নগণ্য বালুকণা হতে।
যে মেঘেরা অঝোর ধারায় সিক্ত করে চলেছে এই ধরনীকে,
চেয়েছিলাম তারই ছোট্ট এক টুকরো মেঘ হতে।
উঁচু ঋজু পাহাড়গুলি, যাদের গর্বিত মাথা আকাশে ঠেকেছে,
চেয়েছিলাম তাদের এক অকিঞ্চিতকর নুড়িপাথর হতে।
যে আদিম বনানী এই গ্রহকে সবুজের রঙে রাঙিয়েছে,
চেয়েছিলাম তারই রঙে একটু সবুজ হতে।
--
সাগরের মাঝে যে অগনিত ঝিনুক ভাসে,
আমি চেয়েছিলাম সেই একটা ঝিনুক হতে।
যে বাতাস খেলে যায় এ ধরার এক প্রান্তর অপর প্রান্তরে,
আমি চেয়েছিলাম তার সাথে একটু খেলতে।
সকালের সোনাঝরা নরম রোদ গায়ে মেখে,
চেয়েছিলাম বুকভরে মিষ্টি ফুলের নির্য্যাস নিতে।
যে মানুষেরা জীবনে সত্যের জন্যে যুগ যুগান্ত ধরে লড়ছে,
চেয়েছিলাম তাদের পথে হাঁটতে।
বিশ্বব্রম্ভান্ডের ঘূর্ণনের সাথে থাকতে চেয়েছিলাম।
অনন্ত আকাশের অসীমতায় মিশে গিয়ে,
স্বপ্ন দেখেছিলাম তার নীলিমায় নীল হতে।
স্বপ্ন দেখেছিলাম মানুষের মত মানুষ হতে।
--------------------------------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment