18 Sept 2021

মমতা

মমতা
****
সৃষ্টির আনন্দেই নবজন্ম
কাক দম্পতি তাই আস্তানা বেঁধেছে,
ডিম পাড়ার সময় আসন্ন
ঝাঁকড়া এক নিম গাছে।
--
কোকিল দম্পতির এক অবস্থা
তাদের পুরাতন সেই ছলাকলা,
তারা বাসা বাঁধতে পারেনা 
শুরু করে চিরাচরিত খেলা।
--
স্ত্রী কাক ডিম পাড়ে
পুরুষ কাকের সতর্ক প্রহরা,
পুরুষ কোকিলের কুহু তানে
চারিধার মাতোয়ারা।
--
ক্ষিপ্ত পুরুষ কাক পিছু নেয়
স্ত্রী কাক যায় খাবারের আশায়,
স্ত্রী কোকিল ডিম পেড়ে যায়
নির্জন কাকের বাসায়।
--
কাক দম্পতি আসে ফিরে
বাবা কাক দেখে খাবারের যোগাড়,
মা কাক তা দেয় ডিমে,
সাথে তীক্ষ্ন দৃষ্টি চারিধার।   
--
পল পল সময় যায়
ডিম ফোঁটে, ছানা হয় বার,
মা মুখে মুখে খাওয়ায়
বাপের আনা খাবার।
--
শেষে এক রাতে
শুরু হল প্রবল ঝড়, জল,
ছানা সহ বাসা গেল পড়ে
ভেঙে গাছের ডাল।
--
বাপে মায়ে মিলে
আগলায় ছানা,
প্রচন্ড ঝড় জলে
মেলে দিয়ে ডানা।
--
সুবাতাসে পাখীর কাকলি
ভোর এলো আলোর পাখায়,
ফেরে কাক দম্পতি,
নিয়ে ছানাদের নূতন বাসায়।
--
স্বস্নেহে তাকায় ছানাদের পানে
গেছে যেন অনেক খানি বেড়ে ,
ঠোঁট ঢোকায় ঠোঁটের মাঝখানে
মাত্র একটা দিনের ঝড়ে।
--
'আরে মোদের তো তিনটি,'
হটাত বাপ বলে ওঠে,
'আর বাকী কটি!
কোকিলের  ছানা বটে!
--
দেই ওদের ফেলে।'
'আরে ছিঃ! কর কি!'
স্বভয়ে মা বলে,
'আমরা যে পাখী।
--
শুনেছি সর্বোত্তম মনুষ্য কুল
ত্যাগে সদ্যজাত নির্দয়, নির্ভুল
মোরা তো নিছক পক্ষী কুল
কেমনে করি এ মহাভুল।'
-----------------------------------------------------------------------------------------------------------------------------












































No comments:

Post a Comment