মিছিল
************
মিছিল, মিছিল, মিছিল
মোমবাতি জ্বালিয়ে চলমান জনতা
পোষ্টার হাতে কিশোর, কিশোরী
স্লোগানে স্লোগানে দলবদ্ধ ছাত্রছাত্রী।
--
রাজপথ, জনপথ আজ আবার
মিছিলে মিছিলে ছয়লাপ,
এখনও প্রতিবাদ, প্রতিরোধে
মানুষ সামিল হতে জানে।
--
একদিন এই রকম কত
অন্যায়, অবিচার বিরুদ্ধে
কলরবের পুরোধা ছিলে তুমি,
দৃঢ় পদক্ষেপে এগিয়ে গিয়েছিলে।
--
সে মিছিল একদিন গিয়েছিল
সেই আবীর রাঙা পলাশ গাছের
পাশ দিয়ে, যেখানে বসিয়েছিলে
স্কুলছুট বাচ্চাদের পাঠের আসর।
--
আর একটা মিছিল গিয়েছিল
সেই প্রাথমিক স্কুলের পাশ দিয়ে
যেখানে চলেছিল রক্তদান শিবির
রক্তের আকালে মানুষ ছিল অসহায়।
--
গ্রামের লোকেরা আজ দলবেঁধে চলেছে,
একদিন বন্যার প্রকোপে বিপর্যস্ত মানুষের
আশ্রয়ের ব্যবস্থা করেছ তোমরা সদলবলে
অন্নবস্ত্র তুলে দিয়েছো তাদের হাতে।
--
আজ সেই মানুষের ঢল নেমেছে
প্রবল প্রতিবাদে তোমাকে হত্যার
বিরুদ্ধে, ন্যায় বিচারের দাবীতে।
শাসকের সিংহাসন কাঁপছে
জনতার মুষ্টিবদ্ধ হাতের উত্তলনে,
দলমত নির্বিচারে দৃপ্ত স্লোগানে।
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment