মৌসুমী
*****
আকাশ যেন খুব রেগে আছে
মুখ নিকষ কাল, কপালে বিশাল ভ্রুকুটি
চোখ দিয়ে ঘন ঘন বজ্রের আগুন ছুটছে।
--
শান্ত মেঘ বালিকারা স্নিগ্ধ বারি ধারা ছড়িয়ে
ভূমি কে শীতল করার চেষ্টায় রত
বনলতা তাদের ডাকছে দুহাত বাড়িয়ে।
--
নদীরা নতুন জলে সেজে চলেছে সাগরের পানে
সূর্য্য আজ ডুব দিয়েছে সময়ের অনেক আগে
মন্ডুক বাহিনী তাল ঠুকছে ঝিল্লির গানে।
--
বাতাস ছুটছে মৌসুমীর গন্ধ মেখে
দিক দিগন্তে অভয় বার্তা দিতে
পুলক জাগে বৃষ্টি ভেজা চোখে।
------------------------------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment