3 Jul 2016

মানব ধর্ম


মানব ধর্ম
******
আমি এক সাধারণ মানুষ
মানবিকতাই একমাত্র ধর্ম
মানুষকে আমি ভালোবাসি
সেই আমার একমাত্র কর্ম।
--
আমি মনুষ্যত্বের পূজারি
সেই আমার একটি মাত্র সুখ
মানুষ কেন মানুষ মারে 
সেই আমার একটি মাত্র দুখ। 
--
মানব জাতি পৃথিবীতে শ্রেষ্ঠ 
জাতিভেদে নেই আসক্তি 
জনতা আমার একমাত্র ঈশ্বর
গণদেবতাই একমাত্র শক্তি।
------------------------------------------------------------------------------------------------------ 






No comments:

Post a Comment