কলঙ্ক
******
কোজাগরীর চাঁদ দেখতে গেলাম
চারিদিকের নিয়ন আলোর ঝলকানি,
চাঁদখানি বড়োসড়ো ছিল বটে, কিন্তু হারিয়েছে
তার সেই মিষ্টি মধুর আকাশ ভাসানো আলোখানি,
কোথায় গেল সেই একঢাল ঝিকিমিকি তারার দল
এ যেন শুধুমাত্র এক যান্ত্রিক জীবনের ফসল।
--
ধোঁয়াশায় মোড়া, পূর্ণিমার আকাশ
অনুপস্থিত গ্রাম গঞ্জের খোলা মাঠে,
গুমোট ক্যানভাসে লোভের বাতাস
প্রকৃতির স্নিগ্দ্ধতা মুছে বারুদ ফাটে,
******
কোজাগরীর চাঁদ দেখতে গেলাম
চারিদিকের নিয়ন আলোর ঝলকানি,
চাঁদখানি বড়োসড়ো ছিল বটে, কিন্তু হারিয়েছে
তার সেই মিষ্টি মধুর আকাশ ভাসানো আলোখানি,
কোথায় গেল সেই একঢাল ঝিকিমিকি তারার দল
এ যেন শুধুমাত্র এক যান্ত্রিক জীবনের ফসল।
--
ধোঁয়াশায় মোড়া, পূর্ণিমার আকাশ
অনুপস্থিত গ্রাম গঞ্জের খোলা মাঠে,
গুমোট ক্যানভাসে লোভের বাতাস
প্রকৃতির স্নিগ্দ্ধতা মুছে বারুদ ফাটে,
কোজাগরীর চাঁদে বিদ্রুপের আভাস
বিষন্নতা ছুঁয়ে গেছে গঙ্গার ঘাটে।
--
পূর্ণিমার চাঁদ বলে এতদিন
দেখেছ আমার কলংক যত,
পৃথিবী ছিল ভাগ্যবতী বহুদিন
মানুষ নাকি সবচেয়ে উন্নত !
আশীর্বাদের বিনিময়ে উপেক্ষিত প্রকৃতি
আশীর্বাদের বিনিময়ে উপেক্ষিত প্রকৃতি
মানুষের লোভেই আজ পৃথিবী বিপন্ন, কলঙ্কিত । ____________________________________________________________________________________
No comments:
Post a Comment