ইচ্ছা
****
প্রৌঢ়ত্বের প্রান্তরে দাঁড়িয়ে
জীবনের সবচেয়ে অসম্ভব
সুন্দর এক মিষ্টি ইচ্ছা মনকে
আকুল করে প্রতিপলে।
নতুন করে মা হবার স্বপ্ন
দেখি বার বার, প্রতিবার।
--
নতুন করে নিজের জঠরে
নিয়ত আস্বাদ পেতে চাই
নতুন প্রাণের স্পন্দন ,
ক্ষুদে হাত পায়ের সঞ্চালন
অনুভব করি সেই সুতীব্র গর্ভ যন্ত্রনা ,
তার সাথে নতুন অতিথির আগমন।
--
নতুন সে অতিথির
বাসযোগ্য ভূমির জন্ম দিতে পারেনি
তাদের অভাগা মা বাপ।
তারাই যেন তা গড়ে নিতে পারে,
আনতে পারে শান্তি, স্বাধীনতা, সাম্য
সাধারণ মানুষের সেই চিরন্তন কাম্য।
-------------------------------------------
****
প্রৌঢ়ত্বের প্রান্তরে দাঁড়িয়ে
জীবনের সবচেয়ে অসম্ভব
সুন্দর এক মিষ্টি ইচ্ছা মনকে
আকুল করে প্রতিপলে।
নতুন করে মা হবার স্বপ্ন
দেখি বার বার, প্রতিবার।
--
নতুন করে নিজের জঠরে
নিয়ত আস্বাদ পেতে চাই
নতুন প্রাণের স্পন্দন ,
ক্ষুদে হাত পায়ের সঞ্চালন
অনুভব করি সেই সুতীব্র গর্ভ যন্ত্রনা ,
তার সাথে নতুন অতিথির আগমন।
--
নতুন সে অতিথির
বাসযোগ্য ভূমির জন্ম দিতে পারেনি
তাদের অভাগা মা বাপ।
তারাই যেন তা গড়ে নিতে পারে,
আনতে পারে শান্তি, স্বাধীনতা, সাম্য
সাধারণ মানুষের সেই চিরন্তন কাম্য।
-------------------------------------------
No comments:
Post a Comment