30 Mar 2017

জাগর


জাগর
******

আকাশ থেকো স্বচ্ছ নীল
সবুজ থাকুক  বনানী ,
মাঠি হও শান্তির নীড়
নদী বয়ে চলো স্রোতস্বিনী। 
--
পাহাড় থেকো ঋজু
সমুদ্র তোলো আনন্দের তুফান,
বৃষ্টি বাজাক কিশোরী নূপুর 
বাতাস দিয়ো পাখীর কলতান।
---
সূর্য নানা রঙে ভর জীবন
চাঁদ জোত্স্নার প্রলেপ দাও মনে , 
ফুল সৌরভ ছড়াও ধমনীতে 
তারার প্রদীপ জ্বলুক কোণে কোণে।
 --- 
শুধু বারুদ ভরোনা হৃদয়ে
কাঁটায় ভরোনা ধরণীকে,
লাগতে দিয়ো না রক্তের ছিটে
কলংকিত করোনা মাতৃত্বকে।
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------















28 Mar 2017

মধ্যবিত্ত

মধ্যবিত্ত
******
দেখি আমি অনেক স্বপ্ন
চরিত্র আমার মধ্যবিত্ত,
আছে বটে কিছু বোধবুদ্ধি
চিন্তা ভাবনা ভাল মন্দ।
--
সওয়াল জবাব ভুরি ভুরি
বিপ্লব করি কাগজে কলমে,
প্রতিদিন বাঁচি আপোষে    
মুক্তমনা আমি শুধুই মুখে।
--
গোপনে যশের পিছু ধাওয়া
নামীদামী জনেরে তোষণ, 
যেখানে যেটুকু যায় পাওয়া  
কাজ আমার স্বজন পোষন।
--
সদাই থাকি ঘোর ত্রাসে 
পাছে কেউ যদি কিছু ভাবে,
বিপদ বুঝলে পালিয়ে বাঁচি
প্রগতিশীল তবু সবার চোখে !
--
 একান্ত ভাবেই মধ্যম বর্গীয়
 জেনেও চাইনা বুঝতে
 অহংবোধে ভালবাসি নিজেরে 
 সবজান্তা বিশারদ ভাবতে।
 --
মুখ বুজে পড়ে মার খাই
সই অপমান প্রতিনিয়ত,   
হীনমন্যতা প্রতি পলে পলে  
ছিদ্রানুসন্ধান চলে অবিরত।
--
নিজেরে ঠকানোর পালা
কতকাল চলে আর !
দেয়ালে ঠেকেছে পিঠ
নেই পথ পিছু হটবার।
-------------------------
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------















15 Mar 2017

শান্তির খোঁজে

শান্তির খোঁজে
*********

মানুষ আজ শান্তি খুঁজে বেড়ায়
কোথা শান্তি - শান্তি কোথায় !
অনন্ত নীল আকাশ যেথা রামধনুরঙ মেঘেরা ভেলা ভাসায়  
অগণিত তারাদের পূর্ণ চাঁদ মিষ্টি মধুর আলো মাখায় 
অসীম অতলান্ত সমুদ্র যেখানে আকাশে মেলায়
ঋজু পাহাড়ের বরফ শুভ্র শিখরে সূর্য্য সোনা ঝরায়
আদিম জঙ্গল যেথা রাখালিয়া বাঁশী শোনায়
কোথা শান্তি - শান্তি কোথায় !
--
মানুষ আজ শান্তি খুঁজে বেড়ায়
সবুজ মেঠো পথে যেথা বাদল বাউল দিগন্তে মিলায়
ঝোপে ঝারে যেখানে পাখিরা গান গায়
সর্ষে ফুল বাতাসের তালে তালে মাথা দোলায়
গ্রামের ছোট্ট নদীটি এঁকে বেঁকে সাগরে চলে যায় 
সুজন ভাই যেথা ভাটিয়ালি সুরে নাও বায়
কোথা শান্তি - শান্তি কোথায় !
--
মানুষ আজ শান্তি খুঁজে বেড়ায় !
সুখের পিছে দৌড়ে শান্তিকে হারায়
বিচ্ছিন্ন দ্বীপগুলি ভোগে অহমিকায়
বন্ধুত্বের দাবী ধুলায় মেশায়
শিল্প সংস্কৃতির পথ লীন আত্মচিন্তায়
রাজনীতি, সমাজনীতি সোপান আত্মপ্রতিষ্ঠায়।
বিবেক ভাসে পঙ্কিলতায়
কোথা শান্তি - শান্তি কোথায় !
--
মানুষ আজ শান্তি খুঁজে বেড়ায়
কোথা শান্তি - শান্তি কোথায় !
শান্তির পথ উর্দ্ধমুখে ধায়
শান্তি মেলে সহমর্মিতায়
শান্তি থাকে মানবিকতায়
শান্তি আছে সামগ্রিকতায়
মহামিলনের মাঝেই শান্তি মিলায়।
----------------------------------------------------------------------------------------------------------------------------------------















3 Mar 2017

বড়াই

বড়াই
****
কিসের বড়াই করে ওরা
কিসের বড়াই করে
স্বাধীন দেশে আজও
মানুষ অনাহারে মরে।
কত শিশু আস্তাকুড়ে
দিন গুজরান করে
ইস্কুলের মুখ দেখেনি
একটা দিনের তরে।
আশ্রয় হীন ছিন্ন বসন
জনতার ভীড়ে
স্বাধীনতা আজ নিজেরে
খুঁজে খুঁজে ফেরে।
--
কত শত বঞ্চিত আজও
মানুষের অধিকারে,
জাত পাতের হিসেব কষে 
পায়ে পিষে মারে।
কত সব কোটার নামে
ডোল দিতে চায় ভরে
ধর্মের দোহাই দিয়ে তারা
জনতারে ভাগ করে ।
নানারকম ফন্দিফিকির 
ভোটের বাক্স ভরে।

 --
কিসের বড়াই  করে ওরা
কিসের বড়াই করে
নারীর মান ধুলায় লুটায়
দেবীর পূজা করে।
দেশদ্রোহিতার হুজুক তুলে
দেশবাসীরেই মারে  
দেশভক্তির নামে ওরা
দেয় বেঁচে দেশটারে।
প্রতিরক্ষার অজুহাতে
ঋণের বোঝা বাড়ে
ভিআইপিদের পেট ভরাতে 
টান পরে ভাঁড়ারে।
--
শিক্ষা নিয়ে ফাটকাবাজী
চলছে দেশজুড়ে
জুয়া খেলা স্বাস্থ্য নিয়ে
মুনাফার বাজারে ।
হরেক ছলে পেশীর বলে
নিজের তবিল ভরে
জনতারে সব লুটেপুটে
সুখে রাজ করে ।
কিসের বড়াই করে ওরা
কিসের বড়াই করে!
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------