28 Mar 2017

মধ্যবিত্ত

মধ্যবিত্ত
******
দেখি আমি অনেক স্বপ্ন
চরিত্র আমার মধ্যবিত্ত,
আছে বটে কিছু বোধবুদ্ধি
চিন্তা ভাবনা ভাল মন্দ।
--
সওয়াল জবাব ভুরি ভুরি
বিপ্লব করি কাগজে কলমে,
প্রতিদিন বাঁচি আপোষে    
মুক্তমনা আমি শুধুই মুখে।
--
গোপনে যশের পিছু ধাওয়া
নামীদামী জনেরে তোষণ, 
যেখানে যেটুকু যায় পাওয়া  
কাজ আমার স্বজন পোষন।
--
সদাই থাকি ঘোর ত্রাসে 
পাছে কেউ যদি কিছু ভাবে,
বিপদ বুঝলে পালিয়ে বাঁচি
প্রগতিশীল তবু সবার চোখে !
--
 একান্ত ভাবেই মধ্যম বর্গীয়
 জেনেও চাইনা বুঝতে
 অহংবোধে ভালবাসি নিজেরে 
 সবজান্তা বিশারদ ভাবতে।
 --
মুখ বুজে পড়ে মার খাই
সই অপমান প্রতিনিয়ত,   
হীনমন্যতা প্রতি পলে পলে  
ছিদ্রানুসন্ধান চলে অবিরত।
--
নিজেরে ঠকানোর পালা
কতকাল চলে আর !
দেয়ালে ঠেকেছে পিঠ
নেই পথ পিছু হটবার।
-------------------------
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------















No comments:

Post a Comment