3 Mar 2017

বড়াই

বড়াই
****
কিসের বড়াই করে ওরা
কিসের বড়াই করে
স্বাধীন দেশে আজও
মানুষ অনাহারে মরে।
কত শিশু আস্তাকুড়ে
দিন গুজরান করে
ইস্কুলের মুখ দেখেনি
একটা দিনের তরে।
আশ্রয় হীন ছিন্ন বসন
জনতার ভীড়ে
স্বাধীনতা আজ নিজেরে
খুঁজে খুঁজে ফেরে।
--
কত শত বঞ্চিত আজও
মানুষের অধিকারে,
জাত পাতের হিসেব কষে 
পায়ে পিষে মারে।
কত সব কোটার নামে
ডোল দিতে চায় ভরে
ধর্মের দোহাই দিয়ে তারা
জনতারে ভাগ করে ।
নানারকম ফন্দিফিকির 
ভোটের বাক্স ভরে।

 --
কিসের বড়াই  করে ওরা
কিসের বড়াই করে
নারীর মান ধুলায় লুটায়
দেবীর পূজা করে।
দেশদ্রোহিতার হুজুক তুলে
দেশবাসীরেই মারে  
দেশভক্তির নামে ওরা
দেয় বেঁচে দেশটারে।
প্রতিরক্ষার অজুহাতে
ঋণের বোঝা বাড়ে
ভিআইপিদের পেট ভরাতে 
টান পরে ভাঁড়ারে।
--
শিক্ষা নিয়ে ফাটকাবাজী
চলছে দেশজুড়ে
জুয়া খেলা স্বাস্থ্য নিয়ে
মুনাফার বাজারে ।
হরেক ছলে পেশীর বলে
নিজের তবিল ভরে
জনতারে সব লুটেপুটে
সুখে রাজ করে ।
কিসের বড়াই করে ওরা
কিসের বড়াই করে!
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------










No comments:

Post a Comment