2 Jun 2017

অবসন্নতা

 অবসন্নতা
***********

'কত কাজ যে করা বাকী
আর সবগুলিই জরুরী',
কিন্তু এক নিদারুন অবসন্নতার আগাছা
শেকড় গেঁড়েছে শরীর আর মন জুড়ে,
যেন খরার প্রকোপ হৃদয়ে, সর্বাঙ্গে,
চারিদিকে শুধু উঁচু কালো পাঁচিল মাথা 
তুলে দাঁড়িয়ে, আলোর প্রবেশ নিষেধ !
--
কানে আসেনা ঝিল্লীর কলতান,
চোখ আর তারাদের খুঁজে বেড়ায় না,
ফুলের গন্ধের সুবাতাস পায় না নাক,
কচি ঘাসের মোলায়েম পরশ অনুভব করে না পা,
হাত ভুলে গেছে কলম ধরতে,
সৃষ্টিসুখের মাদল বাজেনা বুকে,
নতুনত্বের জোনাক জ্বলে না মনে !
---
মনুষ্যত্বের কবর খুঁড়ে চলছে কিছু মানুষ,
নির্বিকার চিত্তে মেনে নিচ্ছি প্রতিপল !
নিজেকে নিজেই বন্দী করেছি,
এক অজানা অচেনা অনিশ্চয়তার, আশঙ্কার ঘেরাটোপে !
কিভাবে আর কবে যে রাহুমুক্তি ঘটবে জানিনা ! কিছুই জানিনা !!
শুধু একমাত্র কামনা, প্রদীপের আলো একদিন দাবানল হয়ে উঠবে,
জীর্ন অচলায়তনের বদলে মাথা তুলে দাঁড়াবে এক নতুন মানবিক সৃষ্টিশীল দুনিয়া।
এই স্বপ্নের কাজল যেন অমলিন থাকে জীবনের শেষ মূহুর্ত পর্যন্ত ।।

----------------------------

No comments:

Post a Comment