15 Aug 2017

স্বাধীনতার হীনতা

স্বাধীনতার হীনতা
****************

আমি জানিনা স্বাধীনতার মানে
দলিত শিশু অস্পৃশ্যতার দায়ে,
ভেসে যায় খুনে!
--
আমি বুঝিনা স্বাধীনতার মানে
কারখানা বন্ধ,
শ্রমিক মাশুল গোনে!
--
আমি জানিনা স্বাধীনতার মানে
শিশুদের আস্তানা লাশঘরে, 
বিনা অক্সিজেনে!
--
আমি বুঝিনা স্বাধীনতার মানে
কৃষক মরে অনাহারে,
ঋণের বোঝার কল্যানে ! 
--
আমি জানিনা স্বাধীনতার মানে
যখন ধর্মের জিগিরে
মানুষকে নৃসংশ পথ টানে!
--
আমি বুঝিনা স্বাধীনতার মানে
মেয়েদের চরিত্রে আঙ্গুল ওঠে
লম্পটের অশালীন আচরনে!  
--
আমি জানিনা স্বাধীনতার মানে
বেকার কেন দড়িতে ঝোলে -
অভাবে, চূড়ান্ত অপমানে!
--
আমি বুঝিনা স্বাধীনতার মানে
মায়ের শরীর চিতায় জ্বলে,
কন্যা সন্তানের জন্মে!
--
আমি জানিনা স্বাধীনতার মানে
গ্রাম গঞ্জ বর্ষার জলে,
নিরুপায় মানুষ ভাসে বানে! 
--
আমি বুঝিনা স্বাধীনতার মানে
ধনী গরীবের দুস্তর ব্যবধানে,
সভ্য দুনিয়া ছোটে বারুদের পিছনে!
--
আমি জানতে চাই স্বাধীনতার মানে 
দেশ জাগুক প্রকৃত শহীদের স্মরণে,
মানুষ মাতুক মনুষ্যত্বের জয়গানে,
পৃথিবী ছুটক মহামুক্তির পানে।
-------------------------------------------------------------------------------------------------------------------------------






































No comments:

Post a Comment