7 Sept 2017

জিজ্ঞাসা

জিজ্ঞাসা
*******

হতভাগী মা আমার
কোথায় তোরে পাবো !  
আজকে আমি তোরে 
শুধু দুটো কথা কব।
--
পেটে তোর কত আগুন
পারিসনি কি সইতে !  
ছাদ চেয়েছিলি মাথার পরে 
দিন গুজরান করতে !
--
সেসব কি শুধু তোর তরে
মোর তরে কি নয়
ভুখাপেটে দেখলে আমায়
কষ্ট যে তোর হয়।
--
মুর্খ তুই, সরল মানুষ  
এইটুকুতেই  তুষ্ট
বাছা তোর পেটের জ্বালায়
আর পাবে না কষ্ট।
--
ঝড় জলে তার বাঁচবে মাথা
একটুকু ছাদ পেলে
বুঝিসনি কি সুঁচের জ্বালা  
দ্বিগুন হয়ে জ্বলে !
--  
দুষছে সমাজ আজকে তোকে
কোথায় ছিল তখন !  
ঘুরছিনু মোরা দোরে দোরে 
ভুখাপেটে যখন !
--
কোথা ছিল আইন আদালত
আজ বিচারে ব্যস্ত
ছিল মোদের বাঁচার অধিকার
কারো হাতে কি ন্যস্ত !
--
জোট বেঁধে আজ দে না 
ফাঁসী, তোরা সবাই মিলে
হাসি মুখে আমার কাছে
আসবে মা মোর চলে।
--

No comments:

Post a Comment