কিছু অনুভূতি - একটি নিছক গদ্য
************************
পৃথিবীটা যেভাবে চলার কথা চলছে না,
সমাজটা যা হওয়া দরকার হচ্ছে না, মানুষের যা করা উচিত করছে না,
জীবন টা আজ ক্রমশ অসহনীয় হয়ে উঠছে!
কেন !
---
লালসা আকীর্ণ করে ফেলছে মানুষের মনকে নিজেদের অজন্তেই, লোভে উন্মত্ত পৃথিবী শুধুই ভোগবাদের দর্শনে আবিষ্ট। প্রতিপত্তির নেশায় ডুবেছে সমাজ, রাষ্ট্রযন্ত্র মুষ্টিমেয় পরজীবীদের করায়ত্ত্ব,
বিশ্বজোড়া আগ্রাসনের নীতি তারই জন্য যত হানাহানি আর রক্তপাত।
--
পৃথিবীটাকে যদি শুধু আমাদের বসবাসের জন্য ভূমিখন্ড বলে মনে না করি,
তাকে মহাবিশ্বের শুধু মাত্র একটা গ্রহ বলে ভাবতে চেষ্টা করি, দেখা যাবে সে ঠিকঠাক তার গতিপথে ঘুরছে, মহাশুন্যে সব গ্রহ নক্ষত্র নীহারিকাপুঞ্জ নিয়ম মতো কেমন ঠিকঠাক ঘুরে চলেছে, সে এক অপার বিস্ময় !
---
সমাজ ভাবেনা, মানুষ বোঝেনা, সহজ সাধারণ স্বাভাবিক নিয়মগুলি মানেনা,
প্রকৃতি যে নিয়মে চলে, তাকে ভাঙলে,
সে প্রতিশোধ নিতে জানে, নিতে পারে।
সৃস্টিশীল, সামগ্রিক, মানবিক কল্যানে,
মিতব্যয়ীর মতো, যক্ষের ধনের মতো প্রকৃতি কে, আগলে রাখাই, তাকে প্রকৃত অর্থে জয় করা।
---
এই মহাসত্য যেদিন মানুষ উপলব্ধি করবে
পৃথিবীটা যেভাবে চলার কথা তাই চলবে;
সেদিন সমাজ যা হওয়া উচিত তাই হবে,
মানুষ মানুষের মতো বাঁচতে শিখবে; জীবন হয়ে উঠবে আনন্দময়, সৃজনিশীল, নির্লোভ আর উদার, সরল, মুক্ত আর অনুভূতিপ্রবন; মানুষ হবে প্রকৃত অর্থে সামাজিক জীব।
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
---
লালসা আকীর্ণ করে ফেলছে মানুষের মনকে নিজেদের অজন্তেই, লোভে উন্মত্ত পৃথিবী শুধুই ভোগবাদের দর্শনে আবিষ্ট। প্রতিপত্তির নেশায় ডুবেছে সমাজ, রাষ্ট্রযন্ত্র মুষ্টিমেয় পরজীবীদের করায়ত্ত্ব,
বিশ্বজোড়া আগ্রাসনের নীতি তারই জন্য যত হানাহানি আর রক্তপাত।
--
পৃথিবীটাকে যদি শুধু আমাদের বসবাসের জন্য ভূমিখন্ড বলে মনে না করি,
তাকে মহাবিশ্বের শুধু মাত্র একটা গ্রহ বলে ভাবতে চেষ্টা করি, দেখা যাবে সে ঠিকঠাক তার গতিপথে ঘুরছে, মহাশুন্যে সব গ্রহ নক্ষত্র নীহারিকাপুঞ্জ নিয়ম মতো কেমন ঠিকঠাক ঘুরে চলেছে, সে এক অপার বিস্ময় !
---
সমাজ ভাবেনা, মানুষ বোঝেনা, সহজ সাধারণ স্বাভাবিক নিয়মগুলি মানেনা,
প্রকৃতি যে নিয়মে চলে, তাকে ভাঙলে,
সে প্রতিশোধ নিতে জানে, নিতে পারে।
সৃস্টিশীল, সামগ্রিক, মানবিক কল্যানে,
মিতব্যয়ীর মতো, যক্ষের ধনের মতো প্রকৃতি কে, আগলে রাখাই, তাকে প্রকৃত অর্থে জয় করা।
---
এই মহাসত্য যেদিন মানুষ উপলব্ধি করবে
পৃথিবীটা যেভাবে চলার কথা তাই চলবে;
সেদিন সমাজ যা হওয়া উচিত তাই হবে,
মানুষ মানুষের মতো বাঁচতে শিখবে; জীবন হয়ে উঠবে আনন্দময়, সৃজনিশীল, নির্লোভ আর উদার, সরল, মুক্ত আর অনুভূতিপ্রবন; মানুষ হবে প্রকৃত অর্থে সামাজিক জীব।
---------------------------------------------------------------------------------------------------------------------------------------