প্লাবন
******
নোয়ার যুগে যেমন প্লাবনে ভেসেছিল পৃথিবী
আরও একবার তেমনই প্লাবনে ভাসুক বসুমতী
সূর্য্য আজ হারিয়েছে তার দীপ্তি
নিদারুন অন্ধকারে ডুবেছে ধরিত্রী।
--
যৌবন হতাশার আবরণে পর্যুদস্ত,
কৈশোর ভাসছে দিশাহীন ঘূর্ণিতে,
শৈশব যান্ত্রিক জীবনে অভ্যস্ত
মানব জীবন চলেছে খুঁড়িয়ে।
--
ধর্ষকদল গুরুর আসনে আসীন
শোষকের স্পর্দ্ধা আকাশ ছোঁয়া,
মূর্খের স্বর্গরাজ্যের এখন রমরমা
কপট, দুরাচারীর ফলাও ব্যবসা।
--
মনুষ্যত্বের দাবী এখন দুরস্ত
প্রতিবাদের কণ্ঠ হয়েছে স্তব্ধ,
প্রতিরোধের শাস্তি আজ মৃত্যু
শান্তির পথ হয়েছে অবরুদ্ধ।
--
বাঁচার দাবী হোক আরও জোরাল,
আজ হাতে হাত,কাঁধে কাঁধ মিলিয়ে,
শুরু হোক অবিরাম দুর্বার পা ফেলা
নতুন দিনের স্বপ্নের মশাল জ্বালিয়ে।
--
সমুদ্রে উঠুক ভালবাসার জোয়ার,
শ্যামল বনরাজি মাখুক মানবতা,
জীবনের জয়গানে মুখরিত বাতাস,
আকাশ ছড়িয়ে দিক সেই বারতা,
মুক্তির মহাপ্লাবনে ভাসুক বিশ্বমাতা।
----------------------------------------------------------------------------------------------------------------------------
******
নোয়ার যুগে যেমন প্লাবনে ভেসেছিল পৃথিবী
আরও একবার তেমনই প্লাবনে ভাসুক বসুমতী
সূর্য্য আজ হারিয়েছে তার দীপ্তি
নিদারুন অন্ধকারে ডুবেছে ধরিত্রী।
--
যৌবন হতাশার আবরণে পর্যুদস্ত,
কৈশোর ভাসছে দিশাহীন ঘূর্ণিতে,
শৈশব যান্ত্রিক জীবনে অভ্যস্ত
মানব জীবন চলেছে খুঁড়িয়ে।
--
ধর্ষকদল গুরুর আসনে আসীন
শোষকের স্পর্দ্ধা আকাশ ছোঁয়া,
মূর্খের স্বর্গরাজ্যের এখন রমরমা
কপট, দুরাচারীর ফলাও ব্যবসা।
--
মনুষ্যত্বের দাবী এখন দুরস্ত
প্রতিবাদের কণ্ঠ হয়েছে স্তব্ধ,
প্রতিরোধের শাস্তি আজ মৃত্যু
শান্তির পথ হয়েছে অবরুদ্ধ।
--
বাঁচার দাবী হোক আরও জোরাল,
আজ হাতে হাত,কাঁধে কাঁধ মিলিয়ে,
শুরু হোক অবিরাম দুর্বার পা ফেলা
নতুন দিনের স্বপ্নের মশাল জ্বালিয়ে।
--
সমুদ্রে উঠুক ভালবাসার জোয়ার,
শ্যামল বনরাজি মাখুক মানবতা,
জীবনের জয়গানে মুখরিত বাতাস,
আকাশ ছড়িয়ে দিক সেই বারতা,
মুক্তির মহাপ্লাবনে ভাসুক বিশ্বমাতা।
----------------------------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment