হারিয়ে গেছে সেই দিনগুলি : একটি একান্ত আত্মসমীক্ষা।
******************************
বন্ধু, কোন একদিন স্বপ্ন দেখেছিলাম,
সকলে মিলে ওই নীল আকাশটা থেকে সূর্য্য টাকে পেড়ে আনব। জোৎস্নারাতের চাঁদ টাকে এনে দেব উত্তরপ্রজন্মের হাতে। ফুলে ফলে ভরা সাজান বাগান দেব আর দেব নদনদী স্বচ্ছ, স্রোতস্বিনী। কথা ছিল জঙ্গল ভরে দেব নানা রঙের প্রজাপতির উড়ান আর পাখীর উচ্ছল কাকলীতে। দেব সবুজ ফসলের মাঠ আর নীল দিগন্ত । সাদা বরফে মোড়া পাহাড়ের পায়ের কাছে খেলা করবে সাগরের দুরন্ত ঢেউ। উজ্জ্বল তারাদের মেলা বসবে মাটির এই পৃথিবীতে। অঙ্গীকার ছিল নতুন মানুষে ভরা এক নতুন দুনিয়া সৃষ্টি করার।
--
নতুন মানুষ নয় আজ শয়তানের আনাগোনা বেড়েছে সহস্র গুন।এখন মানুষের সমাজ নরকে ও হার মানিয়েছে। ঠান্ডা মাথায় নিরস্ত্র অসহায় মানুষকে কুপিয়ে খুন করছে, আগুনে পুড়িয়ে মারছে। প্রতিক্ষণ ঘটে চলেছে ধর্ষণের মত ঘৃন্য অপরাধ, শিশু থেকে বৃদ্ধা কারো রেহাই নেই। অনাহার, অশিক্ষা, বিনা চিকিৎসায় মৃত্যু নিত্য নৈমিত্তিক ঘটনা। প্রতিবাদের ভাষা রুদ্ধ। কলমের কালী ও যেন শুকিয়ে গেছে।
--
কোথায় গেল সেই নতুন দুনিয়ার স্বপ্ন! যার জন্য শপথ নিয়েছিলাম হাতে হাত ধরে পার হয়ে যাব হাজার হাজার বাঁধা। একের তরে সকলে ছিলাম, কোমর কোষেছিলাম, মনে ছিলাম এক প্রাণ।আজ ছিটকে গেছি কে কোথায়। যাঁরা এ পৃথিবী ছেড়ে চলে গেছে, তাঁরা বোধহয় বেঁচে গেছে। তাঁদের দেখতে হল না অনেক অনেক কিছু। দেখতে হয়নি আমরা অনেকেই মাঝপথে ছেড়ে এসেছি সে রাস্তা, নিজেদের পুরান অবস্থানে ফিরে গেছি।
--
আজ নিরাপদ দূরত্বে বসে আলোচনা, সমালোচনায় ব্যস্ত। নিজেদের আত্মগ্লানির তুষ্টির জন্য হয়তো কিছু সাধারণ রাজনৈতিক, সাংস্কৃতিক বা সামাজিক কাজ কর্মে যোগ দেওয়া। কিন্তু আজ আমাদের প্রাত্যহিক যাপন মূলতঃ ও একান্ত ভাবেই আত্মকেন্দ্রিক। বস্তুতঃ মানসিক ভাবে সেই স্বপ্ন, সেই শপথ থেকে আজ আমরা সত্যি অনেক অনেক দূরে। বন্ধুরা, আমরা নিজেরাই যে নিজেদের থেকে কত সহস্র আলোক বর্ষ দূরে, তা হিসেবের অতীত!
--
এই বাস্তবতাকে নিছক মানতেও আমরা হয়ত ভয় পাই। কারন এর প্রকৃত অর্থ হতাশার আঁধারে একেবারে ডুবে যাওয়া। একটা জড় পদার্থে রূপান্তরিত হওয়া। অন্তত জীবনের শেষ ক্ষণ পর্যন্ত সেই অঙ্গীকারের স্পন্দনটুকু আমাদের নাড়ির মধ্যে থেকে যেন একেবারে মুছে না যায়, এইটুকুই এখন কাম্য।
--------------------------------------------------
8 Dec 2017
হারিয়ে গেছে সেই দিনগুলি!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment