মৃত্যু
****
মৃত্যু বড়ো শূন্যতা সৃষ্টি করে!
ঠেলে দেয় একটা ভীষণ রকম অসহায়তার মুখে,
মৃত্যু ঝাপটা মারে বারে বারে
ছিনিয়ে নিয়ে যায় আমার প্রিয় স্বজনদের,
কেড়ে নেয় ততোধিক প্রিয় সাথীদের,
মৃত্যু রিক্ততার জন্ম দেয় !
---
অসার করে দেয় সমস্ত যুক্তি,
আমাকে ভীষণ ভাবে নিঃসঙ্গ করে দিতে চায়!
একটা হাহাকার তাড়িয়ে নিয়ে বেড়ায় রাত্রিদিন,
প্রতিবার ভিন্ন ভিন্ন ঘটনায় মন নিঃশব্দে ডুকরে কাঁদে,
যেন যন্ত্রনায় নীল হয়ে যায় সব বোধবুদ্ধি!
মৃত্যু ছোবল মারে আমার অস্তিত্বকে!
---
গভীর জোৎস্না ভেজা রাতে আকাশ ভরা তারাদের মাঝে
খুঁজে বেড়াই হারিয়ে যাওয়া মানুষগুলিকে।
আর যেন বইতে পারিনা বেদনাবিধুর চেতনাকে!
পরক্ষনে মনে মনে চিৎকার করে বলি,
খামোশ মৃত্যু, তোর হাতে এত শক্তি নেই যে
কেড়ে নিবি আমার সুখেদুখে ভরা স্মৃতির ঝোলাখানি!
---
বৃষ্টিভেজা বাতাসে, পাখীর কুজনে, সংগীতের মুর্চ্ছনায়
তারা সবাই আমার সঙ্গে থাকে,
অনুভবে খুঁজে পাই
কাক ভোরে সূর্যের নরম আলোতে।
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
****
মৃত্যু বড়ো শূন্যতা সৃষ্টি করে!
ঠেলে দেয় একটা ভীষণ রকম অসহায়তার মুখে,
মৃত্যু ঝাপটা মারে বারে বারে
ছিনিয়ে নিয়ে যায় আমার প্রিয় স্বজনদের,
কেড়ে নেয় ততোধিক প্রিয় সাথীদের,
মৃত্যু রিক্ততার জন্ম দেয় !
---
অসার করে দেয় সমস্ত যুক্তি,
আমাকে ভীষণ ভাবে নিঃসঙ্গ করে দিতে চায়!
একটা হাহাকার তাড়িয়ে নিয়ে বেড়ায় রাত্রিদিন,
প্রতিবার ভিন্ন ভিন্ন ঘটনায় মন নিঃশব্দে ডুকরে কাঁদে,
যেন যন্ত্রনায় নীল হয়ে যায় সব বোধবুদ্ধি!
মৃত্যু ছোবল মারে আমার অস্তিত্বকে!
---
গভীর জোৎস্না ভেজা রাতে আকাশ ভরা তারাদের মাঝে
খুঁজে বেড়াই হারিয়ে যাওয়া মানুষগুলিকে।
আর যেন বইতে পারিনা বেদনাবিধুর চেতনাকে!
পরক্ষনে মনে মনে চিৎকার করে বলি,
খামোশ মৃত্যু, তোর হাতে এত শক্তি নেই যে
কেড়ে নিবি আমার সুখেদুখে ভরা স্মৃতির ঝোলাখানি!
---
বৃষ্টিভেজা বাতাসে, পাখীর কুজনে, সংগীতের মুর্চ্ছনায়
তারা সবাই আমার সঙ্গে থাকে,
অনুভবে খুঁজে পাই
কাক ভোরে সূর্যের নরম আলোতে।
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment